এদিন জলঢাকার দিক থেকে বগড়িতোলার দিকে যাচ্ছিল দুটি বাইক, অপরদিক থেকে আসা বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের ওসি।
আরও পড়ুন: ঘুমের মধ্যে আচমকা পায়ের শিরায় মারাত্মক টান পড়ে? ব্যথায় কান্না পায়? কী করলে ব্যথা কমবে জেনে নিন
advertisement
এরপর দমকলের কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। স্থানীয়দের দাবি, দুটি বাইক দ্রুত গতিতে ছুটছিল। কারও মাথায় হেলমেট ছিল না।
আরও পড়ুন: একে নোংরা-হলুদ দাঁত-তাতে আবার পচা দুর্গন্ধ! সহজে দাঁত ঝকঝকে করে চকচকে হাসি পান
প্রথমে দুটি বাইকের সংঘর্ষ হয়, এরপর বোলেরোতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। জানা যায়, রূপচাঁন মণ্ডল বয়স আনুমানিক ২৫ ধূপগুড়ি কুর্শামাড়ির বাসিন্দা। অপরজন বলরাম মণ্ডল ফালাকাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
রকি চৌধূরী