TRENDING:

Bangla News: ১২০ বছর বয়সে নতুন দাঁত! দিদার অন্নপ্রাশনে মাতলেন নাতি-নাতনিরা! অবাক গ্রামবাসীরা

Last Updated:

Bangla News: ১২০ বছর বয়সে দাঁত গজানোয় এক অভিনব অন্নপ্রাশনের সাক্ষী হলো ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকা। শিশুসুলভ আনন্দে মেতে উঠে এই অন্নপ্রাশনের আয়োজন করেছেন রুম্পা বর্মনের নাতি-নাতনিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, ধূপগুড়ি: ১২০ বছর বয়সে দাঁত গজানোয় এক অভিনব অন্নপ্রাশনের সাক্ষী হলো ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকা। শিশুসুলভ আনন্দে মেতে উঠে এই অন্নপ্রাশনের আয়োজন করেছেন রুম্পা বর্মনের নাতি-নাতনিরা। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকার মানুষের মন জয় করে নিয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ভেঙে চুরমার ২০ বছরের সংসার, এয়ার হোস্টেসের প্রেমে পাগল ‘হিট’ অভিনেতা ছেড়ে যান সন্তানকেও

রুম্পা বর্মনের বয়স এখন প্রায় ১২০। জীবনের এতটা পথ পেরিয়ে এসেও তিনি পরিবারের কাছে অমূল্য সম্পদ। সম্প্রতি তাঁর সব দাঁত পড়ে যাওয়ার পর নতুন একটি দাঁত গজাতে শুরু করে। এই অলৌকিক ঘটনাটি দেখে তাঁর নাতি-নাতনিরা সিদ্ধান্ত নেন, এই আনন্দকে স্মরণীয় করে রাখতে হবে। ঠিক যেমন একটি শিশুর প্রথম দাঁত ওঠার পর অন্নপ্রাশন হয়, তেমনি তাঁরও একটি বিশেষ অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

advertisement

যেমন ভাবা, তেমন কাজ। ধুমধাম করে আয়োজন করা হয় এই উৎসবের। পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন মিলিয়ে প্রায় ৩০০ জন আমন্ত্রিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। সকলের জন্য আয়োজন করা হয়েছিল মহাভোজ। শুধু খাওয়া-দাওয়া নয়, ছোটদের অন্নপ্রাশনের মতোই সমস্ত রীতি-নীতি পালন করা হয়। ঢাকঢোল ও বাজি বাজিয়ে উৎসবের আমেজ তৈরি করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

আনন্দের এই পরিবেশে নাতি-নাতনিরা নিজ হাতে দিদার মুখে ভাত তুলে দেন। সত্যিই বিরল। সেখানে ১২০ বছর বয়সে দিদার এই নতুন দাঁত গজানোর ঘটনা পরিবারের সদস্যদের জন্য এক দারুণ আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল বাসিন্দা। পরিবারের এই সুখবর এবং নাতি-নাতনিদের ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ দেখে সকলেই মুগ্ধ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: ১২০ বছর বয়সে নতুন দাঁত! দিদার অন্নপ্রাশনে মাতলেন নাতি-নাতনিরা! অবাক গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল