চঞ্চল মোদক, চোপড়া: তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি তিস্তা ক্যানেল এলাকায়। প্রেম ঘটিত কারণে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী বলে অনুমান পরিবারের।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে আচমকাই ক্যানেলে ঝাঁপ দেয় ওই কিশোরীর। মুহূর্তের মধ্যে সে জলে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির চেষ্টা চালায় গ্রামবাসীরা। কিশোরীকে উদ্ধার করা সম্ভব না হলে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। দুপুরে কিশোরীর খোঁজে তিস্তা ক্যানেলের জলে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ওই কিশোরীর দেহ উদ্ধার হয় তিস্তা ক্যানেল থেকে।
পুলিশ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য সাধারণ মানুষকে সচেতনতার বার্তা চোপড়া থানার পুলিশের।
