TRENDING:

Siliguri News: শিলিগুড়ির রাস্তায় 'সান্তা পুলিশ'! ফাইনের বদলে দেওয়া হল কেক, বড়দিনের আগে অভিনব অভিযান

Last Updated:
Siliguri News: নিয়ম না মানার জন্য জরিমানা নয়, বরং চালকদের হাতে কেক তুলে দিয়ে উৎসবের আবহে নিরাপত্তার বার্তা দেওয়া হয়। এই অভিনব অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।
advertisement
1/5
শিলিগুড়ির রাস্তায় 'সান্তা পুলিশ'! বড়দিনের আগে অভিনব হেলমেট অভিযান
পথ নিরাপত্তা ও হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ইস্টার্ন বাইপাস আশিঘর সাব ডিভিশন। সোমবার শিলিগুড়ির ব্যস্ত বানেশ্বর মোড়ে হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। তবে এই অভিযানে নিয়মভঙ্গকারীদের জরিমানা করা হয়নি, বরং উৎসবের আনন্দে ব্যতিক্রমী বার্তা দেওয়া হয়েছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
অভিযানের সময় যেসব দুই চাকার যানচালকের মাথায় হেলমেট ছিল না, তাঁদের থামিয়ে ট্রাফিক নিয়মের গুরুত্ব বোঝানো হয়। চালকদের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতের ভয়াবহতা, হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিরাপদে চলাচলের নানা দিক তুলে ধরা হয়।
advertisement
3/5
এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল সান্তা সেজে উপস্থিত এক পুলিশকর্মী। নিয়ম না মানার জন্য জরিমানা নয়, বরং চালকদের হাতে কেক তুলে দিয়ে উৎসবের আবহে নিরাপত্তার বার্তা দেওয়া হয়। পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগে অনেক চালকই আনন্দিত হন এবং সচেতনতার বার্তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।
advertisement
4/5
ইস্টার্ন বাইপাস আশিঘর সাব ডিভিশনের আধিকারিকরা জানান, শুধুমাত্র শাস্তি নয়, মানুষকে বোঝানো এবং সচেতন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। উৎসবের সময় ইতিবাচক ও মানবিক উদ্যোগ মানুষের মনে বেশি প্রভাব ফেলে বলেই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
advertisement
5/5
এদিনের এই অভিনব অভিযানে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে যায়। অনেক চালক ভবিষ্যতে নিয়ম মেনে হেলমেট ব্যবহারের অঙ্গীকার করেন। পুলিশের এই সৃজনশীল ও মানবিক উদ্যোগ শহরে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন শহরবাসী। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News: শিলিগুড়ির রাস্তায় 'সান্তা পুলিশ'! ফাইনের বদলে দেওয়া হল কেক, বড়দিনের আগে অভিনব অভিযান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল