ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। গ্রামের পাশে কি করে বোমা আসল তা নিয়ে চিন্তিত বাসিন্দারা। জখম পাঁচ শিশুকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুইজনের অবস্থার অবনতি হতে থাকলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল এর দুইজন চিকিৎসাধীন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।
advertisement
আরও পড়ুন: তিনিই 'ইন্ডাস্ট্রি'! ডায়াপার পরা শিশু থেকে ব্র্যাডম্যানের উত্তরসূরী, দেখুন বিরল সচিনকে
রবিবার দুপুর তিনটে নাগাদ গোপালনগর গ্রামের পাঁচ -ছয় জন শিশু খেলা করছিল। খেলতে খেলতে গ্রামের পাশে আম বাগানের মধ্যে চলে যায়। আম বাগান ঘেরা জঙ্গলের মধ্যে পরিতক্ত একটি অগভীর কুয়োর কাছে যায়। কুয়োর মধ্যে দুটি জারে বোমা মজুত করা ছিল। শিশুরা জারের মধ্যে বল রাখা আছে ভেবেছিল। একজন শিশু কুয়োর ভেতরে নেমে বল তুলতে যায়। বল ভেবে একটি বোমা হাতে তুলতে ফেটে যায়। সাথে সাথে গুরুতর জখম হয় পাঁচ জন। বিকট শব্দে ছুটে আসে গ্রামের বাসিন্দারা। জখম দের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: কলেজে পর্নোগ্রাফি ক্লাস, শিক্ষক-পড়ুয়া একসঙ্গেই দেখবে নীলছবি! কী মারাত্মক কাণ্ড
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম শিশুরা হল-- বিক্রম সাহা (৮), শুভজিৎ সাহা (৯) মিঠুন সাহা (১০) সুবল সাহা (৬) আব্দুল রেহান (৪)। প্রত্যেকের বাড়ি গোপালনগর এলাকায়। কারা বোমা মজুত রেখেছিল তা এখনো জানা যায়নি। জখম এক শিশুর আত্মীয় রহিম বলেন, 'পাঁচ ছয় জন শিশু গ্রামের পাশে আমবাগানে খেলা করছিল। জঙ্গলের মধ্যে খেলার সময় হঠাৎ আমরা বোমার শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি বোমার আঘাতে জখম হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে আমার এক ভাইপো রয়েছে। তড়িঘড়ি আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কে বা কারা বোমা-গুলি মজুত রেখেছিল আমরা জানি না।' গ্রাম লাগোয়া আম বাগানের মধ্যে রাখা ছিল বোমাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হরষিত সিংহ