TRENDING:

Bangla News: ফল ঘোষণার আগেই বিজেপির 'বিরাট' জয়, উত্তরের জেলায় বড় 'খেলা'! বেনজির ঘটনা

Last Updated:

Bangla News: উদয় গ্রাম পঞ্চায়েতের নাকোর সংসদ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বুথে প্রার্থী দিতে পারেনি রাজ্যের শাসক দল বা বাম কেউই। ভোটের ফলাফল ঘোষণার আগেই সেখানে বিরাট ‘জয়’ বিজেপির!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গারামপুর: বঙ্গ রাজনীতিতে এযেন উলোট পুরান। নমিনেশন পর্ব শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ উল্টো চিত্রের দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। পঞ্চায়েত নির্বাচনে গঙ্গারামপুর ব্লকের ১০নং উদয় গ্রাম পঞ্চায়েতে ফুলবাড়ি এলাকায় ৪১ নং বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি প্রার্থী অপর্না বর্মন।
অবাক কাণ্ড!
অবাক কাণ্ড!
advertisement

উদয় গ্রাম পঞ্চায়েতের নাকোর সংসদ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বুথে প্রার্থী দিতে পারেনি রাজ্যের শাসক দল বা বাম কেউই। ভোটের ফলাফল ঘোষণার আগেই সেখানে বিরাট ‘জয়’ বিজেপির! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আনন্দে মিষ্টিমুখ ও আবির খেলায় মেতে ওঠে বিজেপির কর্মী-সমর্থকরা ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।

advertisement

আরও পড়ুন: মমতার হাতে আছে এক ছোটখাটো ‘কেষ্ট মণ্ডল’ও! নাম-তথ্য তুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

অপরদিকে, নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। উধাও মারধর গন্ডগোল আর ঘরছাড়া হওয়ার গল্প! শাসক বিরোধী, সব দলের প্রার্থীদের নমিনেশনের ছড়াছড়ি। পঞ্চায়েত নির্বাচন মানেই এতদিন যেখানে রাজনৈতিক সন্ত্রাস, বিরোধীদের নমিনেশন জমা দিতে না পারা, মারধর গন্ডগোলের ছবি নিয়ম হয়ে উঠেছিল। এবার সেই খেজুরিতেই অন্য ছবি। রাজ্যের অন্যান্য জায়গায় নমিনেশন জমা দেওয়াকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ যখন সামনে আসছে, তখন একেবারে উল্টো ছবি সেই খেজুরিতেই। যেখানে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনকে ঘিরে বিরোধী প্রার্থী না দেওয়ার অভিযোগ, হুমকি মারধর , ঘরছাড়ার মতো অভিযোগ বারবার সামনে আসত, সেখানেই এবার বিপুল নমিনেশন।

advertisement

আরও পড়ুন: এক ফোনেই হবে কাজ! ক্যানিং থেকে ফিরেই ভোটের আগে বিরাট পদক্ষেপ রাজ্যপালের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত দখলের নজির ছিল এই খেজুরিতেই। এবার কোনও রকম কোনো গন্ডগোল ছাড়াই খেজুরি ১ এবং ২ নম্বর ব্লকের ১৮৫ আসনে প্রায় ৮৯৫ নমিনেশন দিল শাসক তৃণমূল সহ বিরোধী বিজেপি বাম এবং কংগ্রেস সহ নির্দল প্রার্থীরা। খেজুরি বিধানসভা এলাকার সবচেয়ে গন্ডগোল কবলিত খেজুরি ২ নম্বর ব্লকেই গ্রাম পঞ্চায়েতের ১১৩টি আসনে ৩৭৬জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতির ১৫টি আসনে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যা বিগত বাম জামানা থেকে তৃণমূল জমানা, বিগত কোনো পঞ্চায়েত নির্বাচনেই এই দৃশ্য দেখা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: ফল ঘোষণার আগেই বিজেপির 'বিরাট' জয়, উত্তরের জেলায় বড় 'খেলা'! বেনজির ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল