TRENDING:

পানীয় জল থেকে বঞ্চিত বান্দাপানি, ভূটান পাহাড়ের ঝরনার জলই ভরসা

Last Updated:

গত ৬ বছর ধরে ভূটান পাহাড়ের ঝরনার জলই খাচ্ছে হাজারখানেক পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: বন্ধ চা বাগান। তাই ভারতের নাগরিক হয়েও মাদারিহাটের বান্দাপানির বাসিন্দাদের পানীয় জলের জন‍্য ভরসা ভূটান। গত ৬ বছর ধরে ভূটান পাহাড়ের ঝরনার জলই খাচ্ছে হাজারখানেক পরিবার।
advertisement

৬ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটের বান্দাপানি চা বাগান। বন্ধ এই চা বাগান ও বান্দাপানি বস্তিতে বাস করে হাজারখানেক পরিবার। পাহাড়ি এই এলাকায় নেই ডিপ টিউবওয়েল, নেই সরকারি জলের ব‍্যবস্থা। ৬ কিলোমিটার দূরে ভূটান পাহাড়ের ঝরনার জলই ভরসা এলাকাবাসীর।

-ভূটান পাহাড়ের জলে মিশে ডলোমাইট

-ডলোমাইটের কারণে ডাইরিয়া, পাকস্থলীর সমস‍্যায় ভুগছেন এলাকাবাসী

advertisement

-গরমে শুকিয়ে যায় ঝরনার জলও

জলের সমস‍্যার কথা মেনে নিয়েছেন আলিপুরদুয়ারের জেলা পরিষদের সভাধিপতিও। তাঁর অবশ‍্য দাবি, পাহাড়ি অঞ্চল বলেই ডিপ টিউবওয়েল বা রিগবো কাজ করছে না। তবে পূর্ত দফতরের ইনজিনিয়রদের সঙ্গে কথা বলে সমস‍্যা সমাধানের জন‍্য উদ‍্যোগ নিয়েছে জেলা পরিষদ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কেউ পাহাড়ি এলাকায় সাইকেল চালিয়ে, কেউ আবার হেঁটে। জলের জন‍্য রোজই বান্দাপানির বাসিন্দাদের যেতে হয় ৬ কিলোমিটার। কবে শেষ হবে জলের জন‍্য এই হাহাকার? জানতে চান বান্দাপানির বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পানীয় জল থেকে বঞ্চিত বান্দাপানি, ভূটান পাহাড়ের ঝরনার জলই ভরসা