জানা গিয়েছে, অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে ঘাতক চিতা বাঘটি। প্রসঙ্গত, গত ২৭ অগস্ট চিতা বাঘের হামলায় মৃত্যু হয়েছিল এলাকার ১২ বছরে এক শিশুর। তারপর থেকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আর অবশেষে সেই চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। যে ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান এলাকায়।
advertisement
আরও পড়ুন : বাংলার বুকেই বৈষম্য! মাতৃভাষায় কথা বলায় চাকরি খোয়ালেন পাঁচ শ্রমিক
উল্লেখ্য, ২৭ অগস্ট বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় ১২ বছরের এক কিশোরকে বাড়ির সামনে থেকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। তারপর চিতার আক্রমণে মৃত্যু হয় ওই কিশোরের। গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল এলাকায়। এই ঘটনার পরে বন দফতরের তরফ থেকে কলা বাড়ি চা বাগানে ৩টি খাঁচা পাতা হয়েছিল। ঘাতক চিতাবাঘটি ধরতে ফাঁদ পেতেছিল বন দফতর।
আরও পড়ুন : দফায় দফায় বৃষ্টি শুরু! মেঘ-কুয়াশায় ঢেকে যাচ্ছে পাহাড়, পর্যটকদের ভোগান্তি
অবশেষে এদিন মঙ্গলবার ভোরবেলা স্থানীয় বাসিন্দারা চিতা বাঘের গর্জন শুনতে পান। সামনে গিয়ে দেখতে পান খাঁচার মধ্যে চিতাবাঘ ধরা পড়েছে। খবর পেয়ে বন দফতরের আধিকারিক ও কর্মীরা ছুটে যান। ইতিমধ্যেই সেই চিতা বাঘটিকে খাঁচাসহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যার ফলে কিছুটা স্বস্তি পয়েছেন স্থানীয়রা। তবে আর কোনও চিতাবাঘ এলকায় রয়েছে কিনা, তা নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে তাঁদের মধ্যে।