নিরাভ্র বসাক বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি বালুরঘাট শহরের চকভবানি থানা পাড়ায়। তাঁর বাবা নেপাল বসাক ও মা মৌসুমী চৌধুরী দুজনই পেশায় শিক্ষক। তাঁর গৃহশিক্ষকের কাছে জানতে পেরে গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে ইসরোর ‘যুবিকা’ নামক একটি পরীক্ষায় বসে। এরপরেই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়। এবছর পশ্চিমবঙ্গের ১০ জন ছাত্র এই সুযোগ পেয়েছে। তাদের মধ্যে এই জেলার একমাত্র ছাত্র বালুরঘাট শহরের নিরাভ্র। তার সাফল্যে খুশি সকলেই। আগামীতে মহাকাশবিজ্ঞানের উপর কাজ করতে চায় সে।
advertisement
এ বিষয়ে নিরাভ্রর বাবা নেপাল বসাক বলেন, “ছোট থেকেই ছেলের মহাকাশ বিজ্ঞান ও গবেষণা নিয়ে যথেষ্টই আগ্রহ ছিল। এবার এই সুযোগ এসেছে। আগামী ১৬ই মে ইসরোর উদ্দেশ্যে রওনা দেব। মে মাসে ওই প্রশিক্ষণ হবে। ১৩ দিন ধরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে বিশেষ প্রশিক্ষণ চলবে। মূলত কিভাবে ইসরো থেকে রকেট উৎক্ষেপণ করা হয়, কিভাবে মহাকাশযান মহাকাশের পথে পাড়ি দেয়, এমনকি কিভাবে বিজ্ঞানীরা এই ধরনের গবেষণামূলক কাজ করেন সমস্ত কিছু বাস্তবে হাতে-কলমে শেখানো হবে তাদের। বর্তমানে ওই ছাত্রছাত্রীরা ইয়াং সায়েন্টিস্ট হিসেবে গবেষণামূলক পঠনপাঠন করবে।”