TRENDING:

Child Death in Jalpaiguri: ভ্যাকসিন নিতেই নাক-মুখ দিয়ে রক্ত, দেড় বছরের শিশুকন্যার মৃত্যু! রণক্ষেত্র লাটাগুড়ি

Last Updated:

শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ, বুধবার স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়৷ সেই সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল বলে দাবি শিশুটির মায়ের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী,  লাটাগুড়ি: সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার পরই দেড় বছরের শিশুর রহস্যমৃত্যু৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির ক্রান্তি এলাকায়৷ সত্যিই ভ্যাকসিন নিয়ে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা জানতে আজ মৃত শিশুটির দেহের ময়নাতদন্ত করা হবে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

মৃত ওই শিশুকন্যার বাড়ির লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায়৷ শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ, বুধবার স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়৷ সেই সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল বলে দাবি শিশুটির মায়ের৷

আরও পড়ুন: কাশি দিয়ে শুরু, রহস্যময় রোগে ১৩ জনের মৃত্যু! আতঙ্ক ছত্তীসগড়ে, কারণ ঘিরে ধোঁয়াশা

অভিযোগ, ওই দিন রাতেই শিশুটির জ্বর আসে৷ এর পর তাকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়৷ এর কিছুক্ষণ পর থেকেই শিশুটি জোরে হাঁচি দেয়৷ তখনই শিশুটির নাক মুখ থেকে কফ এবং রক্ত বেরিয়ে আসে বলে অভিযোগ৷ এর পরই শিশুটি ঝিমিয়ে পড়ে৷

advertisement

সঙ্গে সঙ্গেই গাড়ি ভাড়া করে শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ শিশুটির পরিবারের অভিযোগ, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই শিশুটির মৃত্যু হয়েছে৷ শিশু মৃত্যুর প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন শিশুটির পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা৷ মালবাজারগামী সরকারি বাস এবং কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়৷

advertisement

ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, শিশুটির দেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ আজ জলপাইগুড়ি জেলা হাসপাতালে সেই ময়নাতদন্ত হওয়ার কথা৷ এ দিন শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্বের সদস্যরা৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Death in Jalpaiguri: ভ্যাকসিন নিতেই নাক-মুখ দিয়ে রক্ত, দেড় বছরের শিশুকন্যার মৃত্যু! রণক্ষেত্র লাটাগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল