TRENDING:

সরকারি নিষেধাজ্ঞা শিকেয়, মালদহে গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে অটো

Last Updated:

শুধু তাই নয়, যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  মালদহ শহরে সরকারি বিধি নিষেধ অমান্য করে চলছে দেদার অটো । একটি অটোতে ৪ জন, ৫ জন করে  যাত্রী  নেওয়া হচ্ছে। অটোর ভিতরে গাদাগাদি করে বসে থাকছেন যাত্রীরা। দুই যাত্রীর মাঝে কোনওরকম দূরত্বই থাকছে না । এমনকি  সামনের ও পেছনের সিটের মাঝে কোন রকম প্লাস্টিক পর্দা ব্যবহার করছেন না কোনও অটোচালক ।
advertisement

শুধু তাই নয়, যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অটোচালকদের কারো বক্তব্য তাঁরা সরকারি নিয়মনীতি জানেন না। আবার কারও দাবি, মাত্র দুই জন যাত্রী নিয়ে অটো চালানো সম্ভব নয়। আর যাত্রীরা বলছেন, চালকরাই বাড়তি যাত্রী তুলছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ফলে তাঁদের  আপত্তি করার সুযোগ থাকছে না। শুধু তাই নয়, আপত্তি করলে রিজার্ভ করে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে ওঠার দাবি করা হচ্ছে। এই  অবস্থায় বাধ্য হয়ে গাদাগাদি করে অটোতে যাতায়াত করতে হচ্ছে। নিউজ ১৮ বাংলার ক্যামেরায় মালদহ শহরের রথবাড়ি মোড়, সুকান্ত মোড়, দেশবন্ধু চিত্তরঞ্জন মোড় প্রবৃত্তি একাধিক এলাকাতেই ধরা পড়েছে এমনই ছবি। মালদহ শহরের সুকান্ত এলাকায় নিউজ এইট্টিন বাংলার ক্যামেরায় বাড়তি যাত্রী নিয়ে অটো চলার ছবি ধরা পড়ার পর অবশ্য সক্রিয় হয় পুলিশ। যাত্রীদের নামিয়ে আটক করা হয় অটো।  মালদহের আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের সদস্য দুলাল সরকার অবশ্য জানিয়েছেন, যেসব অটো বাড়তি যাত্রী পরিবহন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে মালদা শহরে মাইকে প্রচার করবে পুলিশ ও প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সরকারি নিষেধাজ্ঞা শিকেয়, মালদহে গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে অটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল