এ বারে রাজ্যপাল প্রথম থেকেই বিভিন্ন সময়ে বলে এসেছেন নির্বাচনে হিংসা যেন না ছড়ায়, সেদিকে নজর রাখতে হবে প্রতিটি রাজনৈতিক দলকেই। নির্বাচনে যেন রক্ত না ঝরে। পাহাড় সফরে এসেও নিজের ঘোষণাতেই অটুট রাজ্যপাল বলেন, "প্রতিটি ভোটারই যেন নির্ভয়ে বুথে গিয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা সুনিশ্চিত করতে হবে। নির্ভয়ে ভোটপর্ব মিটবে, এটাই আমার আশা।" রাজ্যে বিগত কয়েকটি নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে ভুরি ভুরি। ভোটের বলি হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই। ভোট মানেই রাজ্যে আতঙ্ক। তাই একুশের নির্বাচনে নয়া নজির গড়ুক রাজ্য, দৃষ্টান্ত স্থাপন করুক রাজ্য, চান রাজ্যপাল।
advertisement
রাজ্যপালের কথায়, রাজনৈতিক দলের দলাদলিতে তিনি জড়াতে চান না। তিনি বিশ্বাসী গনতন্ত্রের ওপর। একজন সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর লক্ষ্যই সুস্থ পরিবেশেভোক ভোট যুদ্ধ। রাজ্যপাল বলেন, "শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। গনতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব হোক উৎসবের মেজাজে।" তাঁর কথায়, সংবাদমাধ্যমেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে তাঁর পরামর্শ, নির্বাচন হোক বিনা হিংসায়। নিজের ভোটাধিকার প্রয়োগের সময়ে ভোটাররা যেন বাধার মুখে না পড়েন।
Partha Sarkar