প্রসঙ্গত, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি শুরু করেছে নবান্ন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নজরদারি শুরু করলেন খোদ রাজ্যে মুখ্য সচিব-সহ একাধিক শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ অর্থাৎ রবিবারেই রওনা হয়েছেন সিনিয়র আইএএস অফিসারদের একটি বিশেষ দল । জানা গিয়েছে, বিপর্যয়ের এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে এই দল কাজ করবে। একইসঙ্গে কলকাতা থেকে পাঠানো হচ্ছে কৃষি দফতরের সচিব, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সহ একাধিক আধিকারিকদের। আজ দুপুরেই তারা উত্তরবঙ্গের জন্য রওনা হচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 12:46 PM IST