পুজোর আগেই চালু হচ্ছে একসঙ্গে তিনটি নতুন জয় রাইড পরিষেবা। পাহাড়ি রোমাঞ্চের পাশাপাশি থাকছে দার্জিলিং চায়ের সুগন্ধী স্বাদ, চা বাগান ঘুরে দেখার সুযোগ, চা তৈরির প্রক্রিয়া বোঝা আর টি-টেস্টিংয়ের অভিজ্ঞতা।
DHR-এর ডিরেক্টর জানিয়েছেন, এই নতুন উদ্যোগে উত্তরবঙ্গের পর্যটন আরও চাঙা হবে। ইতিমধ্যেই পর্যটন মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
জল্পনার অবসান! ‘এই কারণেই…’ জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ! স্পষ্ট জানিয়ে দিলেন অমিত শাহ
advertisement
ইচ্ছামতো টাকা তুলছেন ATM থেকে? RBI-এর নতুন নিয়মে বড় ধাক্কা! না জানলেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট!
নতুন তিন জয় রাইড পরিষেবা:
১) “টি অ্যান্ড টিম্বার স্পেশাল” জয় রাইড
রুট: শিলিগুড়ি জংশন → সুকনা → রংটং → শিলিগুড়ি
চলবে: প্রতি শুক্র, শনি ও রবিবার
ছাড়বে: দুপুর ১২টা, শিলিগুড়ি জংশন থেকে
আকর্ষণ: চা বাগান ও ফ্যাক্টরি ভ্রমণ, টি-টেস্টিং
২) “সানরাইজ স্পেশাল” জয় রাইড
রুট: কার্শিয়ং → মহানদী → কার্শিয়ং
চলবে: প্রতি রবিবার
ছাড়বে: সকাল ৭:১৫, কার্শিয়ং স্টেশন থেকে
আকর্ষণ: পাহাড়ি সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য
৩) “প্রিমিয়াম স্টিম ইঞ্জিন ট্রেন”
রুট: দার্জিলিং ↔ কার্শিয়ং
চলবে: প্রতি শনি ও রবিবার
আকর্ষণ: স্টিম ইঞ্জিন ভ্রমণের নস্টালজিয়া ও একাধিক পাহাড়ি ডেস্টিনেশন ঘোরার সুযোগ
পর্যটকদের আশা, দুর্গোৎসবের ভিড় জমজমাট হয়ে উঠবে এই নয়া জয় রাইডে। পাহাড়ের সঙ্গে সঙ্গে এবার চায়ের সুবাসও হবে ভ্রমণের বাড়তি প্রাপ্তি।