আরও পড়ুন: ফের খুনের বদলা আগুন, জ্বলল বাড়ি-গাড়ি! গলসিতে ঠিক ঘটল কী? পুরুষশূন্য গ্রাম
এ দিনের ডেপুটেশন প্রদানের সময়ে মালতি টুডু, মঞ্জু বোস, বেবি কর, সুনীতি দত্ত, সুদীপা সাহা-প্রমুখ বলেন, "বর্তমান সময়কালে অগ্নিমূল্য বাজারে সামগ্রী ক্রয় করতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয়। সরকার পুরোনো দরে সামগ্রী ক্রয় করবার অর্থ প্রদান করে যা বাজারের সামগ্রী ক্রয় করতে গিয়ে কার্যত অসুবিধায় পড়তে হয়। অপর দিকে অন্য রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন কাঠামো উন্নত হলেও আমাদের ক্ষেত্রে তা অনেকটাই কম। অপর দিকে শিশু শিক্ষার কেন্দ্র গুলির মানোন্নয়ন-সহ দৈনন্দিন কাজের রিপোর্ট প্রেরণের সুবিধার্থে কর্মীদের স্মার্ট ফোন প্রদান-সহ অবসরকালীন সময়ে গ্রাচুইটি এবং পেনশন প্রদানের বন্দোবস্ত করা-সহ অন্যান্য দাবিও তুলে ধরা হয়েছে "।
advertisement
আরও পড়ুন: পাড়ার কুকুরগুলোর প্রবল চিৎকার, এরপরই বাড়ির বাথরুমে যা দেখা মিলল, চক্ষু চড়কগাছ
এ দিনের স্মারকলিপির প্রতিলিপি রাজ্যের মন্ত্রীর কাছেও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মী সহায়িকারা। স্মারকলিপি প্রদান প্রসঙ্গে মাল শিশু বিকাশ সহায়তা প্রকল্পের আধিকারিক দ্বীপ নারায়ন কুন্ডু বলেন," স্মারকলিপি জমা নেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলে প্রেরণের বন্দোবস্ত করা হচ্ছে।"
SEKH ROCKY CHWDHURY