মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উৎসুক মানুষ বাইসন দেখতে ভিড় জমালে বাইসনের আক্রমণে আহত হন দু’জন ব্যক্তি। তারপরেই খবর পাঠানো হয় কোচবিহার বন দফতরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়ে বন দফতরের কর্মীরা।
ফুলশয্যার রাত, মধুর মিলন শেষে অন্ধকারে ‘বিকট’ আর্তনাদ! …তার পর যা ঘটল, বদলে গেল নববধূর জীবন!
advertisement
দুই টিউব শুক্রাণু…! মাইক্রোস্কোপের নীচে আনতেই জানা গেল ভয়ঙ্কর ‘সত্যি’! পুরুষরা পড়লে আঁতকে উঠবেন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, \”এদিন সকালবেলা আচমকাই এলাকায় প্রবেশ করে এক বাইসন। বাইসনটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বেশ কিছু স্থানীয় মানুষ। এরপরেই বাইসনের আক্রমণে আহত হন দু’জন একজনের নাম অজিত রায়, তাঁর বয়স ৫৫ বছর। অপরজনের নাম দিবালোক ভৌমিক, তাঁর বয়স ২৩ বছর। তাঁদের দুজনকেই দ্রুত উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। বর্তমান সময়ে এলাকায় বন দফতরের কর্মীরা বাইসনটিকে আটক করার চেষ্টা চালাচ্ছেন।\”
আরও পড়ুন- সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!
বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, \”বাইসনের লোকালয়ে প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন দফতরের এর কর্মীরা সেই এলাকায় যায়। ততক্ষণে বাইসনের আক্রমণে দু’জন আহতের ঘটনা ঘটেছে। যদিও দুজনকেই দ্রুত এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমান সময়ে বাইসনটির গতিবিধি নজরে রাখা হচ্ছে। এছাড়া বাইসনটিকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।\” আচমকাই হোলির আনন্দের মাঝে বন্যপ্রাণের আগমনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এছাড়া বন্যপ্রাণের আক্রমণে আহত ব্যক্তিদের বাড়ির মানুষেরা রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন।
Sarthak Pandit