জলপাইগুড়ি সফরকালেই জাতীয় মহাসড়ক ৩১ ডি ফালকাটা-সালসাম্বারী বিভাগের চার লাইনের ভিত্তি স্থাপন করবেন মোদি । এছাড়াও, জলপাইগুড়ি হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
গতকালই,সার্কিট বেঞ্চ নিয়ে রাজনীতর অভিযোগ তুলেছিল রাজ্য ।চার মাস আগে বেঞ্চ উদ্বোধনের আবেদন করা সত্ত্বেও রাজনীতির জন্য ৪ মাস ধরে আটকে রাখা হয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন, অভিযোগ ছিল রাজ্য সরকারের তরফ থেকে।
রাজ্যকে না জানিয়ে কেন্দ্রের তৎপরতা লজ্জাজনক ও এই মর্মেই প্রতিবাদ জানিয়ে আইনমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য, গতকালই জানিয়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক।
advertisement
আজ ৪১.৭ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়কের উদ্বোধন করবেন মোদি। সড়ক নির্মাণে খরচের পরিমাণ প্রায় ১৯৩৮ কোটি ।এই সড়কে থাকছে ৩টি রেলওয়ে ওভারব্রিজ, ৩টি যানবাহন আন্ডারপাস, ৮টি ব্রিজ ও ১৭টি সংযুক্ত ব্রিজ ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2019 9:51 AM IST