পুন্ডিবাড়ি থানা সুত্রে খবর মহিষবাথানের ডুমুর পাড়াতে দিপু চন্দ নামের এই বাসিন্দা স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন। অভিযুক্ত কলাবাগান এলাকায় গোপনে মদ বিক্রী করেন বলে অভিযোগ। তার স্ত্রী কয়েক মাস পর পর এই বাড়িতে আসতেন বলে অভিযোগ । তিনি সঙ্গে অপরিচিত কিছু মহিলাকে নিয়ে এসে বাড়িতে তুলতেন বলে অভিযোগ। আরও অভিযোগ, গত তিন মাস আগেও দুই মহিলাকে এই বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকে এই বাড়িতে রাতের অন্ধকারে দল বেঁধে অপরিচিত ছেলেদের আনাগোনা বেরে যায়। রবিবার রাতে দুই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে দম্পত্তির বিরুদ্ধে। সোমবার সকালে প্রতিবেশীরা গিয়ে ঐ দুই নির্যাতিতা মহিলাকে উদ্ধার করেন। অভিযুক্ত মহিলাকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
advertisement
জানা গিয়েছে দুই মহিলাকে অরুনাচল থেকে কোচবিহারে নিয়ে আসা হয়েছিল কাপড়ের দোকানে কাজ পাওয়ানোর প্রলোভন দেখিয়ে। তবে দুই মহিলার অভিযোগ কাজ পাইয়ে দেওয়ার নাম করে এই বাড়িতে নিয়ে এসে বেধে রেখে তাদের দিয়ে দেহব্যবসা করানো হত। প্রতিবাদ করলে চলত মারধর।