TRENDING:

Alipurduar Weather Forecast: আলিপুরদুয়ারে বৃষ্টিতে ফুলস্টপ, আবহাওয়া বিরাট বদল! দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! ঠাণ্ডা পড়ল বলে...

Last Updated:

গত সপ্তাহের শনিবার থেকে টানা ১২ ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত হতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের পাহাড়কে। টানা বৃষ্টির কারণে ফুলেফেঁপে ওঠা তিস্তা সহ অন্যান্য নদীর জলে ধ্বংসলীলা চলে পাহাড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: গত সপ্তাহের শনিবার থেকে টানা ১২ ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত হতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের পাহাড়কে। টানা বৃষ্টির কারণে ফুলেফেঁপে ওঠা তিস্তা সহ অন্যান্য নদীর জলে ধ্বংসলীলা চলে পাহাড়ে। যে ধ্বংসলীলায় অজস্র মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি নিদারুণ অসহায় অবস্থায় কাটাতে হয়েছে প্রাণীকুলকে। তবে বৃষ্টি থামতেই পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে।
কুয়াশাচ্ছন্ন আলিপুরদুয়ার
কুয়াশাচ্ছন্ন আলিপুরদুয়ার
advertisement

বন্যার বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে এখন ছন্দে ফিরতে শুরু করেছে আলিপুরদুয়ার সহ সমগ্র ডুয়ার্স। বৃষ্টিতে ফুলস্টপ পড়তেই দিনের বেলায় যথেষ্ট কড়া রোদের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। তবে এসবের মধ্যেই কিন্তু বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারে এক অদ্ভুত ছবি দেখা গেল। যে অদ্ভুত ছবি বার্তা দিচ্ছে অনেক কিছুই।

advertisement

আরও পড়ুন: পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা

বন্যার রেশ কাটিয়ে যখন ছন্দে ফিরছে সমগ্র ডুয়ার্সের পাশাপাশি আলিপুরদুয়ার, ঠিক সেই সময় বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশায় চারদিক ঢাকা অবস্থায় দেখা গেল আলিপুরদুয়ারে। সকালের কুয়াশা অনেক বেলা পর্যন্ত দেখা যায় আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়। আর এই কুয়াশা যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। যদিও অনেকে বলছেন এ এক প্রকৃতির খামখেয়ালিপনার চিত্র।

advertisement

আরও পড়ুন: মাথায় হাত দুষ্কৃতকারীদের! অনুব্রত মণ্ডলের নির্দেশে বোলপুরে যে ব্যবস্থা নিল পুলিশ! শান্তিতে ঘুমাবেন বাসিন্দারা

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া, বাড়ির ছোট্ট জায়গায় করছেন 'এই' কাজ, আয় লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

আলিপুরদুয়ারে সকাল থেকে এমন কুয়াশার দাপট দেখার পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই এখন প্রশ্ন, কবে কনকনে ঠাণ্ডায় কাঁপবে আলিপুরদুয়ার? এই বিষয়ে আবহাওয়াবিদ পীযূষ বোস জানিয়েছেন, এবার উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই শীতের অনুভূতি লক্ষ্য করা যাবে। অনুমান করা হচ্ছে ২০ অক্টোবর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং ওই দিন থেকেই উত্তরবঙ্গের পাহাড়ের অধিকাংশ জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়াবে ১৭ ডিগ্রিতে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar Weather Forecast: আলিপুরদুয়ারে বৃষ্টিতে ফুলস্টপ, আবহাওয়া বিরাট বদল! দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! ঠাণ্ডা পড়ল বলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল