বন্যার বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে এখন ছন্দে ফিরতে শুরু করেছে আলিপুরদুয়ার সহ সমগ্র ডুয়ার্স। বৃষ্টিতে ফুলস্টপ পড়তেই দিনের বেলায় যথেষ্ট কড়া রোদের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। তবে এসবের মধ্যেই কিন্তু বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারে এক অদ্ভুত ছবি দেখা গেল। যে অদ্ভুত ছবি বার্তা দিচ্ছে অনেক কিছুই।
advertisement
আরও পড়ুন: পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
বন্যার রেশ কাটিয়ে যখন ছন্দে ফিরছে সমগ্র ডুয়ার্সের পাশাপাশি আলিপুরদুয়ার, ঠিক সেই সময় বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশায় চারদিক ঢাকা অবস্থায় দেখা গেল আলিপুরদুয়ারে। সকালের কুয়াশা অনেক বেলা পর্যন্ত দেখা যায় আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়। আর এই কুয়াশা যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। যদিও অনেকে বলছেন এ এক প্রকৃতির খামখেয়ালিপনার চিত্র।
আলিপুরদুয়ারে সকাল থেকে এমন কুয়াশার দাপট দেখার পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই এখন প্রশ্ন, কবে কনকনে ঠাণ্ডায় কাঁপবে আলিপুরদুয়ার? এই বিষয়ে আবহাওয়াবিদ পীযূষ বোস জানিয়েছেন, এবার উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই শীতের অনুভূতি লক্ষ্য করা যাবে। অনুমান করা হচ্ছে ২০ অক্টোবর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং ওই দিন থেকেই উত্তরবঙ্গের পাহাড়ের অধিকাংশ জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়াবে ১৭ ডিগ্রিতে।