বাইকে করে প্যাঙ্গোলিনের আঁশ পাচার করার ছক কষেছিল এক দুষ্কৃতী। তবে জলদাপাড়া বন দফতরের তৎপরতায় সেই দুষ্কৃতী ধরা পড়ে গেল। কোচবিহার জেলার বক্সিরহাট থেকে বাইকে করে ওই দুষ্কৃতী ঢুকে পড়ে আলিপুরদুয়ার ৩১ সি জাতীয় সড়কে।
advertisement
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া ওই জাতীয় সড়কে ওত পেতে বসে ছিল বন দফতর। এই অভিযান চালায় মূলত জলদাপাড়া সাউথ রেঞ্জ। অভিযানের নেতৃত্বে ছিলেন জলদাপাড়া সাউথ রেঞ্জার রাজীব চক্রবর্তী। অভিযুক্তকে আটক করেন বনকর্মীরা৷ তার কাছ থেকে প্রায় ৫৮০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ উদ্বার করা হয়েছে।
বন দফতর জানিয়েছে, ধৃতের নাম মৈনুল আলি। তার বয়স ৩৭। বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাট। ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তুলেছে বন দফতর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 30, 2025 3:09 PM IST
