এই নিয়ে এর মধ্যে প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছে। আলিপুরদুয়ার মহকুমা শাসক দফতরের কনফারেন্স হলে ১৯ তম বর্ষ ডুয়ার্স উৎসব নিয়ে বৈঠক আয়োজিত হয়।
বৈঠকে সর্ব সম্মতিতে আগামী ২ রা জানুয়ারি থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ১১ দিন ব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই বৈঠকেই সর্বস্তরের সাধারণ মানুষদের অবাধে প্রবেশের জন্য টিকিট ব্যবস্থা বাতিলের প্রস্তাব দেন ছাত্র ও যুব নেতার পাশপাশি মেন্টর প্রসেনজিৎ কর। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক।
advertisement
উৎসব কমিটির পক্ষ থেকে সৌরভ চক্রবর্তী জানান, “ডুয়ার্স উৎসব এক আবেগের উৎসব। সকলেই অপেক্ষা করে থাকেন। এবারে প্রশাসনিক বৈঠক করে জানানো হয়েছে প্রতিবছর জানুয়ারিতে এই উৎসব হবে।”
এবারেও মূল মঞ্চের পাশাপাশি শিশু কিশোর, বিভিন্ন জনজাতির সংস্কৃতি প্রদর্শনের মঞ্চ থাকবে। নামিদামি শিল্পীদের অনুষ্ঠান হবে।
Annanya Dey