রাস্তা তৈরির জন্য সকালে আলিপুরদুয়ার ১ ব্লকের পাঁচকেলগুঁড়ি বাবুরহাট হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়েই অবৈধভাবে কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপরেই রাস্তার কাজ আটকে দেয় সোনাপুর সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড।
advertisement
এই ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সমবায় সমিতির অভিযোগ, হাসপাতালের জমি সমবায় সমিতির নামে রয়েছে। অথচ কোনও রকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ক্ষতিপূরণ না দেওয়া হলে কাজ শুরু করতে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, গোটা দেশে এই রাস্তার কাজ শেষ হলেও আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার চার লেনের ইস্ট ওয়েস্ট করিডরের রাস্তার কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। এই কাজ নিয়ে জেলার নানা জায়গায় নানা সমস্যা রয়েছে। বর্তমানে এই রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হলেও ফের নয়া জটিলতা তৈরি হল। এরপর এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
