এদিন এই পার্কিং জোনের উদ্বোধন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর, অন্যদিকে শহরের বিশিষ্ট চিকিৎসক সৌম্যজিৎ দত্ত, ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী, স্থানীয় পুর কাউন্সিলর আনন্দ কুমার জয়সওয়াল সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এই পার্কিং জোনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিশ্চয়যানে লাগাতার হনুমানের তাণ্ডব! লোকসানের পর লোকসান, মহা সমস্যায় জরুরি পরিষেবার গাড়ি চালক-মালিকরা
advertisement
এদিন পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, “শহরের প্রথম পার্কিং জোন আমরা চালু করে দিলাম। এখানে বেকার ছেলেদের কর্মসংস্থান হবে। আরও পার্কিং জোন চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের। এর আগে শহরের উন্নয়নে আমরা নানা কাজ করেছি। এবার পার্কিং জোনও তৈরি করে চালু করে দিলাম।”
আরও পড়ুন: ‘বারুইপুরের পেয়ারা, খেলেই হবে চেহারা’! বিখ্যাত পেয়ারা এবার পাড়ি দিল বিদেশে, জানুন কোন দেশে
আলিপুরদুয়ার পুরসভার সূত্রে জানা গিয়েছে, ১৯৫৭ সালে আলিপুরদুয়ার পুরসভার পত্তন হয়। কিন্তু বিভিন্ন সময় ডান বাম বিভিন্ন পুরবোর্ড ক্ষমতায় থাকলেও কেউ পার্কিং জোন তৈরি করতে পারে নি। বর্তমান পুরবোর্ডই প্রথম পার্কিং জোন তৈরি করে চালু করল। জেলা সদর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক সৌম্যজিৎ দত্ত বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার দিকে পুর কর্তৃপক্ষ নজর দিয়েছেন। সেই কারণে পুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারণ হাসপাতালের এই পথে সকাল থেকে ব্যাপক যানজট তৈরি হয়। সেই যানজট মেটাতে এই পার্কিং জোন উল্লেখযোগ্য ভুমিকা নেবে বলে আশা করছি।“