TRENDING:

নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে আকৃষ্ট করার লক্ষ্যে বাগডোগরায় বায়ুসেনার ‘এয়ার শো’ !

Last Updated:

বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনার মহড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনার মহড়া। প্রায় ২৫ মিনিটের কসরতে মুগ্ধ স্কুল পড়ুয়ারা। নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে আকৃষ্ট করতেই বায়ুসেনার এই ‘এয়ার শো’।
advertisement

নীল আকাশের বুক চিড়ে উড়ে যাচ্ছে দ্রুত গতির ফাইটার। একটি-দুটি নয়। একসঙ্গে ৯ খানা বিমান। কখনও মাঝ আকাশে গোঁৎ খেয়ে নেমে আসছে নিচে। কখনও আবার হঠাৎ ডিগবাজি। কখনও একসঙ্গে তাক লাগাচ্ছে ৯টি ফাইটার জেট। বাগডোগরা বিমানবন্দরে এভাবেই আজ চলল বিমানের কসরত।

বায়ুসেনার ৯টি ফাইটার জেট ছাড়াও শনিবারের এয়ার শোতে ছিল দু'টি হেলকপ্টার। মাটির খুব কাছ ঘেঁষে উড়তে পারে চিতা হেলিকপ্টার। সেনা জওয়ানদের এয়ার ড্রপ করা থেকে কোবার্ট অপরেশনে কাজে আসে চিতা।

advertisement

এটি বায়ুসেনার V15-V5 হেলিকপ্টার। মূলত এই কপ্টার শত্রু শিবিরে আক্রমণে কাজে আসে। তবে এই কপ্টারে উদ্ধারকাজও চালানো যায়। যার ঝলক ছিল এদিনের মহড়ায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন প্রজন্মকে সেনা বাহিনীতে আকৃষ্ট করতেই মহড়ার উদ্যোগ বায়ুসেনা জওয়ানরদের কসরত দেখে তাক লেগেছে। বুঝিয়ে দিচ্ছিল স্কুল পড়ুয়াদের চোখ-মুখ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে আকৃষ্ট করার লক্ষ্যে বাগডোগরায় বায়ুসেনার ‘এয়ার শো’ !