নীল আকাশের বুক চিড়ে উড়ে যাচ্ছে দ্রুত গতির ফাইটার। একটি-দুটি নয়। একসঙ্গে ৯ খানা বিমান। কখনও মাঝ আকাশে গোঁৎ খেয়ে নেমে আসছে নিচে। কখনও আবার হঠাৎ ডিগবাজি। কখনও একসঙ্গে তাক লাগাচ্ছে ৯টি ফাইটার জেট। বাগডোগরা বিমানবন্দরে এভাবেই আজ চলল বিমানের কসরত।
বায়ুসেনার ৯টি ফাইটার জেট ছাড়াও শনিবারের এয়ার শোতে ছিল দু'টি হেলকপ্টার। মাটির খুব কাছ ঘেঁষে উড়তে পারে চিতা হেলিকপ্টার। সেনা জওয়ানদের এয়ার ড্রপ করা থেকে কোবার্ট অপরেশনে কাজে আসে চিতা।
advertisement
এটি বায়ুসেনার V15-V5 হেলিকপ্টার। মূলত এই কপ্টার শত্রু শিবিরে আক্রমণে কাজে আসে। তবে এই কপ্টারে উদ্ধারকাজও চালানো যায়। যার ঝলক ছিল এদিনের মহড়ায়।
নতুন প্রজন্মকে সেনা বাহিনীতে আকৃষ্ট করতেই মহড়ার উদ্যোগ বায়ুসেনা জওয়ানরদের কসরত দেখে তাক লেগেছে। বুঝিয়ে দিচ্ছিল স্কুল পড়ুয়াদের চোখ-মুখ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2017 7:44 PM IST