TRENDING:

রাজ্যের প্রায় ১ লক্ষ বনবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত, ভোট মিটলেই আন্দোলনের পথে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজাভাতখাওয়া: উত্তরবঙ্গের জঙ্গল একাধিক লাগোয়া বস্তির বাসিন্দারা আজ এক গভীর সংকটের মুখে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ভিটেমাটি ছাড়া হতে চলেছেন। রাজ্যে সংখ্যাটা কমবেশি প্রায় এক লক্ষের কাছাকাছি। উচ্ছেদ অভিযানে আপাতত কোর্টের স্থগিতাদেশ থাকলেও, ভোটের পর তাঁদের ভবিষ্যৎ নিয়ে চরম আশঙ্কার মধ্যে রয়েছেন আদিবাসী বনবাসীরা। কেন্দ্রের বিরোধী শিবিরের অভিযোগ বিজেপি সরকারের আমলেই দেশের অরণ্যের অধিকার আইন দুর্বল হয়েছে।
advertisement

চোখে মুখে ভয়ের ছাপ। বাইরের লোককে সন্দেহের চোখে দেখছে পাম্পু বসতির আদিবাসী বনবাসী মানুষ। বসতির পাশ দিয়ে ঝিরিঝিরি বয়ে চলেছে চৈতন্যঝোরা। তারপরেই বক্সার জঙ্গল। তিন-চার পুরুষ ধরে বসবাস করছেন এখানকার বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

বাবা মায়েরা কাজে বেরিয়েছেন। কাজ বলতে জঙ্গলের কাজ। পাতা, ডালপালা কুড়োনোর কাজ। ফল কুড়োনোর কাজ। সন্ধের আগে গ্রাম তাই পুরো ফাঁকা। ভোট সামনেই। ভোটও হয়ত দেবেন তাঁরা। কিন্তু তাতে কি উচ্ছেদ আটকানো যাবে?

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাজ্যের প্রায় ১ লক্ষ বনবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত, ভোট মিটলেই আন্দোলনের পথে