TRENDING:

এই প্রথম এমন ছক, অভিষেক পরিকল্পনায় চা শ্রমিকরা! আশায় বুক বাঁধছে তৃণমূল

Last Updated:

চা-বলয়ে সংগঠন মজবুত করতে চায় তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালবাজার: এই প্রথম শুধুমাত্র চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে মালবাজারে অভিষেকের সভা হবে। তার আগে গত কাল দলের শ্রমিক সংগঠন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চা বাগানের শ্রমিকদের নিয়ে সম্মেলন হয়েছে। সেখানে শ্রমিকদের কথা শুনেছেন তৃণমূল নেতৃত্ব।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

লটারির মাধ্যমে শ্রমিকদের মধ্য থেকে বক্তা বেছে নেওয়া হয়েছে। আজ শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকদের জন্য সরকার একাধিক কর্মসূচি নিয়েছিল আগেও তবে ভোটের বাক্সে যে তেমন প্রভাব পড়েনি সেটা স্পষ্ট। তাই চা শ্রমিকদের মন বুঝতে ও তাঁদের কাছে দলের বার্তা নিয়ে যেতে সরাসরি হাজির হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই এবার তৈরি হবে সংগঠনের রূপরেখা, জানিয়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

advertisement

.

আরও পড়ুন: ভেঙে পড়ল 'আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি', লণ্ডভণ্ড বিশ্বভারতীর ছাতিমতলা

এদিন তিনি বলেন, “উত্তরের চা-শ্রমিকরা এই সম্মলনে উপস্থিত থাকবেন। হলদিয়ার মতোই রাখা ছিল কাচের বয়াম। জেলাভিত্তিক যে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে যাঁরা বলতে ইচ্ছুক তাঁরা কাগজে নাম লিখে বয়ামে জমা দিয়েছিলেন। লটারি করে নাম নির্বাচন করা হয়। নেতৃত্ব যাঁরা তাঁরা কিছু কথা বলেছেন এরপর বাকি গোটা দিনই সম্মেলনের প্রতিনিধিরা বলেছেন। আজকে এই সম্মেলনের নির্যাস নিয়েই চা-শ্রমিকদের এ-যাবৎকালের বৃহত্তর সমাবেশে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: নেই দাদা, ভাবতেই পারছে না একডালিয়া! সুব্রত-হীন পুজো যেন এভারগ্রিন নয়

এর আগে কালচিনি এবং নকশালবাড়িতে চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। সেই সম্মেলনেও চা-শ্রমিকদের সুবিধা, অসুবিধা প্রতিটি বিষয় তুলে ধরা হয়। বাংলার বুকে চা শ্রমিকদের নিয়ে এই সভা নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। বাম জমানায় ও পরবর্তীতে বিজেপি শ্রমিকদের প্রলোভিত করেছে। কিন্তু কোনওভাবেই তাদের হাতে ন্যায্য পাওনা পৌঁছে দেয়নি। ”গতকাল সন্ধ্যাতেই শিলিগুড়ি এসে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গতকাল দিনভর চা শ্রমিকরা কি বলেছেন তার রিপোর্ট তিনি নিয়েছেন। রবিবার তার পরিপ্রেক্ষিতে কী বার্তা রাখেন সেটাই দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এই প্রথম এমন ছক, অভিষেক পরিকল্পনায় চা শ্রমিকরা! আশায় বুক বাঁধছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল