বেশ কয়েকজন তৃণমূল কর্মী দাবি করেন, তাঁরা ব্যালট পেপারই পাননি। পুরো বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরে বলেন, "দল কোনওমতেই এই ঘটনা বরদাস্ত করে না। তৃণমূলের কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" এদিন কোচবিহারে ৩টি সভা ছিল অভিষেকের। প্রথম দুটির পরে তৃতীয় সভাতে যাওয়ার আগে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া করেন অভিষেক। সূত্রের খবর, আগামীকাল ওই এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
এদিন সভা থেকে অভিষেক বলেন, "১০০ দিনের কাজের টাকা যেন বাংলা পায় সেটা নিশ্চিত করতে হবে। যাঁরা ২০১৯ সালে এখানে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁরা ১০০ দিনের কাজ, রাস্তা দেখে ভোট দিয়েছিলেন? মোদির ৫৬ ইঞ্চি দেখে ভোট দিয়েছিলেন। আগামী দিনে ভোট দেবেন জল, কল দেখে। আপনার প্রার্থী হবে, আপনার পাহাড়াদার। ৬০ দিন ছেড়ে দিন, রাস্তায় আমাদের মতো তাবু খাটিয়ে ৬ দিন থাকুন, তারপর বুঝব।"
আরও পড়ুন, আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান
আরও পড়ুন, টানা চলছে বৃষ্টি, কমছে গরম! দিঘায় আবহাওয়ার বিরাট বদল, জানুন বিশদে
তিনি আরও বলেন, "রাস্তার কাজে এখানে হাত দেওয়া হচ্ছে। পথশ্রীতে কাজ শুরু হয়েছে। যারা ব্যালটে ভোট দিতে পারছেন না তারা এক ডাকে অভিষেকে নির্ভয়ে ফোন করে জানান৷ মানুষ যাকে সার্টিফিকেট দেবে, সেই হবে প্রার্থী। গোপন ব্যালটে ভোট হবে৷ মানুষ যাকে চাইবে, তাকেই আমরা জেতাব৷ ৩৩৪৩ পঞ্চায়েতে আমি যাব। মানুষের পঞ্চায়েত গড়েই ছাড়ব। কষ্ট করে যাতে দফতরে যেতে না হয় তাই করব।"