TRENDING:

Abhishek Banerjee: নজরে রাজবংশী ভোট! বিজেপিকে টেক্কা দিতে প্রান্তিক পরিবারে মধ্যাহ্নভোজ অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: উত্তরবঙ্গের ৫ জেলায় বড় ফ্যাক্টর রাজবংশী ভোট। কালিয়াগঞ্জের ঘটনার পরেই, বিজেপি আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। সতর্ক শাসক দল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার : উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারে সচেষ্ট তৃণমূল কংগ্রেস। হাতছাড়া রাজবংশী ও আদিবাসী ভোট। সাম্প্রতিক সময়ে বিজেপি, তৃণমূল কংগ্রেসকে রাজবংশী ইস্যুতে বিঁধতে শুরু করেছে। উত্তরবঙ্গের ৫ জেলায় তাই বড় ফ্যাক্টর রাজবংশী ভোট। কালিয়াগঞ্জের ঘটনার পরেই, বিজেপি আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। সতর্ক শাসক দল তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

এই অবস্থায় রাজবংশী আবেগকে পাল্লা দিতে ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দু'দিন ধরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির একাধিক এলাকায় তিনি জনসংযোগ সারছেন। বিজেপির দখলে থাকা বিধানসভায় সভা করছেন। তৃণমূল সূত্রে খবর, আজ রাজবংশী এলাকায় মধ্যাহ্নভোজন সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রান্তিক মানুষের বাড়িতে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন তিনি।

বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি এগিয়ে ৬৯৯৫ ভোটে। আলিপুরদুয়ার আসনে বিজেপি এগিয়ে ১ লক্ষ ৪৩ হাজার ৯৩২ ভোটে।

advertisement

কোচবিহারে বিজেপি এগিয়ে ৭৬৮৮০ আসনে। রায়গঞ্জে তৃণমূল এগিয়ে কংগ্রেস ১ লক্ষ ৬৬ হাজার ৬৪ ভোটে। বালুরঘাটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৮৮ হাজার ৯২০ ভোটে৷

আরও পড়ুন: অনুব্রত নয়...! তিহাড়ে 'অন্য' কারও সঙ্গে সাক্ষাতের আবদার কেষ্ট-কন্যার! চাইলেন বই, আর...?

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই ৫ জেলায় বিধানসভার সংখ্যা ৩৬ টি। এর মধ্যে সংরক্ষিত আসন ২০ টি। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা আসন ১৬ টি। অন্যদিকে বিজেপির দখলে আছে ২০টি আসন। এর মধ্যে আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে মোট ৩ জন দল বদল করেছেন। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে ময়দানে তৃণমূল। কোনও কসুর ছাড়তে নারাজ নেতৃত্ব। একনজরে দেখে নেওয়া যাক আসনের হিসেবে।

advertisement

জেলা জলপাইগুড়ি

তপশিলি ৪

উপজাতি ২

বিধানসভা আসন ৭

তৃণমূল ৩

বিজেপি ৪

আলিপুর দুয়ার

তপশিলি ১

উপজাতি ৩

বিধানসভা ৫

তৃণমূল ০

বিজেপি ৫

কোচবিহার

তপশিলি আসন সংরক্ষিত ৫

বিধানসভা ৯

তৃণমূল ৩

বিজেপি ৬

আরও পড়ুন: 'ED আমাকেও গ্রেফতার করুক...' অনুব্রতকন্যার 'ছায়াসঙ্গী', কে এই সুতপা পাল? প্রকাশ্যে এল 'আসল' পরিচয়!

advertisement

উত্তর দিনাজপুর

তপশিলি আসন ২

বিধানসভা ৯

তৃণমূল ৭

বিজেপি ২ ( দল বদল)

দক্ষিণ দিনাজপুর

তপশিলি আসন ২

উপ ১

বিধানসভা ৬

তৃণমূল ৩

বিজেপি ৩

এই রাজ্যে রাজবংশী অধ্যুষিত বিধানসভার সংখ্যা ৩০। শতাংশের বিচারে দেখলে ২৫%। এর মধ্যে তৃণমূলের দখলে ৯, বিজেপির দখলে ২১, তৃণমূল জিতেছে - মেখলিগঞ্জ, সিতাই, জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল, করণদিঘি, হেমতাবাদ, ইটাহার, কুশমুন্ডি। প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা ভোটে রাজবংশী অধ্যুষিত ১৯ আসন তৃণমূলের দখলে ছিল। তাই লড়াই অতটা সহজ হবে না বুঝেই কোমর বেঁধেছে তৃণমূল নেতৃত্ব।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: নজরে রাজবংশী ভোট! বিজেপিকে টেক্কা দিতে প্রান্তিক পরিবারে মধ্যাহ্নভোজ অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল