বালুরঘাট: মহারাষ্ট্রে ধৃত পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। অসিত সরকারের বাড়ি যাওয়ার আগে লক্ষীপুর প্রাথমিক স্কুলে যান অভিষেক। কথা বলেন শিক্ষকদের সঙ্গে।
advertisement
সেখানেই অসিত সরকার বলেন, ”সাত মাস জেল খাটলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান ভোলা যাবে না। বাড়ি ফিরে পরিবারের মুখ দেখতে পেরেছি। আমার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।” অপরদিকে, মহারাষ্ট্রে ধৃত আরেক পরিযায়ী শ্রমিক গৌতম বলেন, ”মহারাষ্ট্রতে কাজ করতে যাই। আমাদের জোর করে আটকে রাখা হয়। আমি পুলক চক্রবর্তীকে বার করতে বলি। সুকান্ত মজুমদারের কাছে আমার স্ত্রী যায়। কোনও কাজ করেনি। আমার স্ত্রীকে বলেন, জেলে গেছে, এমনি চলে আসবে।”
এরপরই অভিষেক বলেন, ”এরা ভাষণবাজি করে। এদের কোনও দায়িত্ব নেই। এরা দীর্ঘ ২০ বছর ধরে মহারাষ্ট্রতে কাজ করছে। এরা সমস্যার মুখে পড়েছিল। কিন্তু যার দায়িত্ব থাকার কথা, তার কোনও দায়বদ্ধতা নেই। দেবেন্দ্র ফড়ণবীশ বা রাজ্য সভাপতিকে সাহায্য করতে বলেনি। আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা আইনি লড়াইয়ে ফিরিয়ে আনি।”
সরাসরি সুকান্ত মজুমদারকে আক্রমণ করে অভিষেক বলেন, ”সুকান্ত মজুমদারের দায়িত্ব নেই? আমার এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে থাকব না? আমরা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করিয়ে দিয়ে, তাদের সঙ্গে থাকি। আমরা যোগাযোগ রাখি। সুকান্ত মজুমদার বলছে, প্রাক্তন বুথ সভাপতি। তাহলে প্রাক্তন হলে দায়িত্ব নেই? সুকান্ত মজুমদার সাত দিন জেলে থাকতে পারবে? জেলে এক হাত করে থাকতে দিয়েছিল। আর সুকান্ত মজুমদার ফ্যাশন শো’তে হাঁটেন। আপনাকে মানুষ কি ফ্যাশন শোয়ের জন্য মন্ত্রী করেছে? বাংলার মানুষের জন্য কী করেছেন? বড় বড় ভাষণবাজি করে কী করবেন?”
