আরও পড়ুন: নজরে রাজবংশী ভোট! বিজেপিকে টেক্কা দিতে প্রান্তিক পরিবারে মধ্যাহ্নভোজ অভিষেকের
একইসঙ্গে আজ কালিয়াগঞ্জ নিয়েও দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন অভিষেক। তিনি মঙ্গলবার বলেন, "কালিয়াগঞ্জ নিয়ে পাল্টা কর্মসূচী নেবে তৃণমূল কংগ্রেস। থানা জ্বালিয়ে দিল, সরকারি সম্পত্তি নষ্ট করেছে আপনাদের পাল্টা আন্দোলন করতে হবে। ছোট ছোট সভা করে বিজেপি কী করছে এখানে তা মানুষকে বোঝান। কালিয়াগঞ্জ যান, সময় দিন।"
advertisement
পঞ্চায়েত নির্বাচন নিয়েও অভিষেক দলকে 'আত্মবিশ্বাসের' বার্তা দিয়েছেন দলীয় বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েতে কোনও অশান্তি হবে না৷ সবাইকে এখন থেকে দলীয় কর্মসূচী নিয়েই ঝাঁপাতে হবে।" ইটাহারে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠকের পরে মঙ্গলবার এমনটাই জানাচ্ছে তৃণমূলের দলীয় সূত্র।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 12:56 PM IST