জানা গিয়েছে, লোহার গেট পড়েই এক কর্মীর মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, মাথায় চোট থাকায় খুন করা হয়েছে। গোটা ঘটনায় বেশ কয়েক জন জড়িত থাকতে পারে। তবে রিসর্টের মালিক জানান, খাবার খেতে এসে লোহার গেট চাপা অবস্থায় দেখতে পাই। পুলিশ তদন্ত করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ-সহ এসডিপিও নকশালবাড়ি ও প্রশাসনের আধিকারিকরা। সিসিটিভি খারাপ থাকায় রিসটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
আরওপড়ুন- ভয়ঙ্কর দুঃসময় শুরু…! শুক্রের গোচরে ৩ রাশির চরম আর্থিক সঙ্কট, অশুভ প্রভাবে জীবন ছারখার!
মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা হয়। এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসেছে বলে পুলিশ সূত্রে খবর।
জলপাইগুড়ি থেকে ফরেন্সিক টিম ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে! সকাল থেকেই থমথমে পরিস্থিতি গোটা এলাকায়! স্থানীয়দের ভিড়ও উপচে পড়ছে ! বেসরকারি এই রিসর্টে রাতভর মোতায়েন ছিল পুলিশ। নমুনা সংগ্রহ উপস্থিত এসডিপিও নকশালবাড়ি, সিআই নকশালবাড়ি-সহ নকশালবাড়ি থানার আধিকারিকরা।