TRENDING:

ছোটবেলা থেকে মাটির জিনিস তৈরি করতে করতে এখন মৃৎশিল্পী নবম শ্রেণির ছাত্র জয়

Last Updated:

ছোটবেলা থেকেই মাটির জিনিসপত্র তৈরি করা শখ জয়ের। তবে তার ছোটবেলার সেই শখ আজ একজন মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে তাকে। বড় হয়ে একজন ভাল মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন রয়েছে তার। পড়াশোনার পাশাপাশি তার এই কারুকার্য নজর করেছে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিএম মোমিন, মালদহ: স্কুল ছুটির পর বাড়ি ফিরেই লেগে পড়ে মূর্তি তৈরির কাজে। ছোটবেলার শখ হয়েছে এখন পেশা। অর্ডার আসছে ভুরি ভুরি। পড়াশোনার পাশাপাশি সময় বের করে মূর্তি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে নবম শ্রেণীর ছাত্র জয় মন্ডল। তার এমন আগ্রহ নজর কেড়েছে সকলের। কোন মৃৎশিল্পীর কাছে প্রশিক্ষণ না নিয়েও একজন পেশাদার মৃৎশিল্পীর মত বিভিন্ন দেব-দেবীর মূর্তি তৈরি করতে পারে নিজেই। বিশেষত পুজোর সময় অর্ডার আসে মূর্তি তৈরির। অর্ডার মত তৈরি করে বিক্রি করে গ্রাহকদের কাছে। প্রকৃতভাবে পেশাদার মৃৎশিল্পী না হলেও এখন থেকে মূর্তি বানিয়ে বিক্রী করে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে নবম শ্রেণীর ছাত্র জয় মন্ডল। ৩৫০ থেকে ৫০০ টাকা দামের মূর্তি তৈরি করে বিক্রি করে এখন থেকেই পরিবারের হাল ধরতে শুরু করেছে সে।
advertisement

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!

মালদহের পুরাতন মালদা ব্লকের বালিয়া নবাবগঞ্জের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা জয় মন্ডল। পুরাতন মালদা শহরের কালাচাঁদ উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীতে পড়াশোনা করে সে। পরিবারে রয়েছে বাবা ও মা। বাবা পেশায় একজন গাড়ি চালক এবং মা গৃহবধূ। তবে বাবা-মায়ের স্বপ্ন ছেলে পড়াশোনা করে ভাল কোন জায়গায় যাক। মা অনিতা মন্ডল বলেন, “হাতের কাজ শিখে রাখা ভাল। তবে এই কাজ সারা বছর রোজগার দেবে না। তাই ছেলেকে পড়াশোনা করিয়ে ভাল একটি জায়গায় দেখতে চাই। ছেলে পড়াশোনার পাশাপাশি দক্ষ শিল্পী হোক এটাই চাই।”

advertisement

আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?

View More

ছোটবেলা থেকেই মাটির জিনিসপত্র তৈরি করা শখ জয়ের। তবে তার ছোটবেলার সেই শখ আজ একজন মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে তাকে। বড় হয়ে একজন ভাল মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন রয়েছে তার। পড়াশোনার পাশাপাশি তার এই কারুকার্য নজর করেছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছোটবেলা থেকে মাটির জিনিস তৈরি করতে করতে এখন মৃৎশিল্পী নবম শ্রেণির ছাত্র জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল