আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!
মালদহের পুরাতন মালদা ব্লকের বালিয়া নবাবগঞ্জের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা জয় মন্ডল। পুরাতন মালদা শহরের কালাচাঁদ উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীতে পড়াশোনা করে সে। পরিবারে রয়েছে বাবা ও মা। বাবা পেশায় একজন গাড়ি চালক এবং মা গৃহবধূ। তবে বাবা-মায়ের স্বপ্ন ছেলে পড়াশোনা করে ভাল কোন জায়গায় যাক। মা অনিতা মন্ডল বলেন, “হাতের কাজ শিখে রাখা ভাল। তবে এই কাজ সারা বছর রোজগার দেবে না। তাই ছেলেকে পড়াশোনা করিয়ে ভাল একটি জায়গায় দেখতে চাই। ছেলে পড়াশোনার পাশাপাশি দক্ষ শিল্পী হোক এটাই চাই।”
advertisement
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
ছোটবেলা থেকেই মাটির জিনিসপত্র তৈরি করা শখ জয়ের। তবে তার ছোটবেলার সেই শখ আজ একজন মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে তাকে। বড় হয়ে একজন ভাল মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন রয়েছে তার। পড়াশোনার পাশাপাশি তার এই কারুকার্য নজর করেছে সকলের।