আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে এই দাবি তুললেন গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেসের নেতা সুবোধ পাখরিন। জিটিএ পাহাড়ের বিকল্প নয় বলেও দাবি করেছেন তিনি। পৃথক গোর্খাল্যাণ্ডের দাবিতে সরব বিজেপির আরেক জোট সঙ্গী অখিল ভারতীয় গোর্খা লিগ। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে এই দাবিই জানান গোর্খা লিগ নেতা প্রতাপ খাতি। "পৃথক রাজ্য নয়। উত্তরবঙ্গ বঞ্চিত। উন্নয়ন নেই। সার্বিক উন্নয়ন চাই।" আজ দার্জিলিংয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই দাবি জানান শিলিগুড়ি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ। পৃথক উত্তরবঙ্গ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবির প্রতিবাদে পালটা বিক্ষোভ দেখায় তৃণমূলও। আজ শিলিগুড়ির বিধাননগরে বিজেপি সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁ ও বিধায়ক দূর্গা মুর্মূর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস।
advertisement
অন্যদিকে ফের শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এবার ভক্তিনগর থানায় এফআইআর দায়ের করল শিলিগুড়ি ৩ নং টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। পৃথক উত্তরবঙ্গ রাজ্য হলে তাঁর আপত্তি নেই। তবে তিনি চান কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক উত্তরবঙ্গকে। এমনই মন্তব্য করেছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তারই প্রতিবাদে এফআইআর। অবিলম্বে বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। বার্লার দিল্লির কাছে দাবি জানানো প্রসঙ্গে বললেন তৃণমূল নেতা গৌতম দেব বলেন, "দিল্লির কাছে যাক আর রাষ্ট্রসঙ্ঘের কাছে যাক। বাংলার মানচিত্র এক ইঞ্চি পরিবর্তন হবে না।"