রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের ভাষায়, ‘‘প্রতিটি বুথেই সশস্ত্র বাহিনী থাকবে। থাকবে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড (এইটচআরএফএস), কুইক রেসপন্স টিম (কিউআরটি)-সহ নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা।’’ প্রথম দফার নির্বাচনে কত কোম্পানি আধাসেনা থাকবে, সেই বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানাননি সিইও। তবে তিনি আস্বস্ত করেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করছে কমিশন। কত বাহিনী থাকবে, তা ভোটের আগের দিন প্রকাশ্যে আসতে পারে বলে ইঙ্গিত কমিশন সূত্রের। কত বুথ ‘ক্রিটিক্যাল’ বা স্পর্শকাতর, সেই বিষয়ে এ দিন কিছু বলতে চায়নি সিইও দফতর।
advertisement
এ দিন মুর্শিদাবাদে রাজনৈতিক দল, প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসনিক কর্তাদের নিরপেক্ষ ভাবে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 5:27 PM IST