আনন্দ ঘোষকে কুড়ুলের কোপ মেরেও ক্ষান্ত হয়নি বাসুদেব। নিজের বাড়িতে গিয়েও স্ত্রী কাকলি ঘোষকে কুড়ুল নিয়ে তাড়া করে। স্বামীর আক্রমণে আহত হন কাকলি ঘোষ। তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাসুদেব ঘোষকে গ্রেফতার করেছে। সূত্র মারফত জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল। স্বামী বেশ কিছুদিন ধরেই স্ত্রী কে সন্দেহ করতে থাকে। নানা বিষয়ে একে অপরের সঙ্গে ঝগড়া আর পাশাপাশি সম্পর্কেও ঘটে অবনতি। তবে নিতান্তই সন্দেহের বসে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।
advertisement
Location :
First Published :
Mar 17, 2022 10:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- স্ত্রীর সাথে সম্পর্ক রয়েছে বন্ধুর, সন্দেহের বসেই বন্ধুকে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে