TRENDING:

North 24 Parganas: অনুষ্ঠিত হল মহিলা ফুটবল টুর্নামেন্ট

Last Updated:

ক্রীড়াক্ষেত্রেও পিছিয়ে নেই মহিলারা, দত্তপুকুর এ অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: কর্মক্ষেত্র থেকে খেলাধুলা কোন কিছুতেই আজ আর পিছিয়ে নেই মহিলারা। পুরুষদের কাঁধে কাঁধ রেখে ব্যস্ত জীবনে টক্কর দিচ্ছে তারাও। তবে মহিলাদের ক্রিকেট খেলা দাও চর্চায় থাকলে অনেকটাই পিছিয়ে মহিলাদের ফুটবল খেলার বিষয়টি। তাই মহিলাদের ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মত দত্তপুকুরে আয়োজন করা হয়েছিল উইমেন্স ফুটবল টুর্নামেন্ট এর। এদিন নেতাজি বয়েজ ক্লাবের মাঠে দিনভর চলল দত্তপুকুর উইমেন্স ফুটবল টুর্নামেন্ট লীগের শেষ চারটি টিমের খেলা। খেলা দেখতে উপস্থিত হন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। এদিন তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলকে ট্রফি তুলে দেওয়া হয়। লীগ চেম্পিয়ন অঞ্জনগর মহিলা সমবায় সমিতি বাতকু্ল্লা নদীয়া এবং লীগ রানাস হয় দত্তপুকুর নিবাধুই জাগ্রত সংঘ। ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসার জন্য উৎসাহ দিতে এই উদ্যোগ জানানো হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। দত্তপুকুরে এই প্রথম এই ধরনের প্রতিযোগিতা দেখতে ভিড় জমান অসংখ্য দর্শক। খেলা শেষে দলগুলির হাতে কাপ ও মেমেন্টো তুলে দেওয়া হয়। এই রকম এক প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগিরাও। এর আগে মহিলাদের এ ধরনের ফুটবল খেলা দেখেনি এলাকার মানুষজন তাই খেলা দেখতে এলাকার মানুষের পাশাপাশি ভিড় জমান দূর-দূরান্তের ক্রীড়াপ্রেমী মানুষেরাও। মহিলা দর্শকদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতন। সব মিলিয়ে ক্রীড়াক্ষেত্রে মহিলারাও পারদর্শী হয়ে উঠুক সেই বার্তাই তুলে ধরা হলো এই টুর্নামেন্ট এর মাধ্যমে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: অনুষ্ঠিত হল মহিলা ফুটবল টুর্নামেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল