TRENDING:

North 24 Parganas News- নারী দিবসে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে পেট্রোল পাম্প সামলাচ্ছে মহিলারাও

Last Updated:

পিছিয়ে নেই তারাও, নারী দিবসে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে পেট্রোল পাম্প সামলাচ্ছে মহিলারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: গাড়ির স্ট্রিয়ারিং ধরেছে মহিলারা, এমন ছবি বহু জায়গায় দেখা যায়। কিন্তু পেট্রোল পাম্পে যেখানে দেখা যায় পুরুষদের আধিপত্য সেখানে এবার দেখা গেল ছক ভেঙে দেওয়ার ছবি। পেট্রোল, ডিজেল গাড়িতে ভরে সকাল থেকে সন্ধ্যে পাম্প সামলে দিচ্ছেন এক গৃহবধু। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে হাবড়া পুরসভার টুনিঘাটা এলাকায় এক পেট্রোল পাম্পে ঢুকতেই নিউজ ১৮ লোকালের ক্যামেরায় উঠে এল উচ্চশিক্ষিত এক নারীর জীবনযুদ্ধের বাস্তব চিত্রটা।
advertisement

পুরুষতান্ত্রিক সমাজে স্রোতের বিপরীতে হেঁটে যাওয়া এক নারীর স্বাবলম্বী হওয়ার এমন ছবি প্রেরনা যোগাবে অন্যদেরও। বেলা বাড়তেই বাড়ছে সুর্যের তাপ। বাড়ছে গরমের দাপট। তবুও সেই প্রখর রোদে একটানা কাজ করে চলছেন বাউগাছি এলাকার বাসিন্দা রুপালী বিশ্বাস। এক মিনিটের জন্যও বিরাম নেই। তবুও গাড়ির তেলের ট্যাঙ্কে পাইপ ঢুকিয়ে, কপালের ঘাম মুছতে মুছতে বিএ পাশ করা রুপালী জানালেন নিজের জীবনের কথা। লকডাউনে স্বামীর কাজ চলে যেতেই পরিবারে নেমে আসে আর্থিক সঙ্কট। সংসারের হাল ধরতে আর ২ মেয়েকে পড়াশুনা শিখিয়ে মানুষ করতে স্বামীর পাশাপাশি নিজেও নেমে পড়েছেন কাজে। বাড়ির কাছাকাছি স্বামীর কর্মস্থলেই তিনিও পেয়ে যান একটি চাকরি। এই পেট্রোল পাম্পে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করায় বর্তমানে কিছুটা হলেও সংসারের হাল ফিরেছে বলে জানালেন রুপালী বিশ্বাস। নারী দিবসে এভাবেই বদলাক কর্মঠ নারীদের জীবন। ভরে উঠুক আনন্দে, বন্ধ হোক নারীদের উপর অত্যাচার। তাহলেই প্রকৃত ভাবে সার্থকতা পাবে নারী দিবসের যথার্থতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- নারী দিবসে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে পেট্রোল পাম্প সামলাচ্ছে মহিলারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল