পুরুষতান্ত্রিক সমাজে স্রোতের বিপরীতে হেঁটে যাওয়া এক নারীর স্বাবলম্বী হওয়ার এমন ছবি প্রেরনা যোগাবে অন্যদেরও। বেলা বাড়তেই বাড়ছে সুর্যের তাপ। বাড়ছে গরমের দাপট। তবুও সেই প্রখর রোদে একটানা কাজ করে চলছেন বাউগাছি এলাকার বাসিন্দা রুপালী বিশ্বাস। এক মিনিটের জন্যও বিরাম নেই। তবুও গাড়ির তেলের ট্যাঙ্কে পাইপ ঢুকিয়ে, কপালের ঘাম মুছতে মুছতে বিএ পাশ করা রুপালী জানালেন নিজের জীবনের কথা। লকডাউনে স্বামীর কাজ চলে যেতেই পরিবারে নেমে আসে আর্থিক সঙ্কট। সংসারের হাল ধরতে আর ২ মেয়েকে পড়াশুনা শিখিয়ে মানুষ করতে স্বামীর পাশাপাশি নিজেও নেমে পড়েছেন কাজে। বাড়ির কাছাকাছি স্বামীর কর্মস্থলেই তিনিও পেয়ে যান একটি চাকরি। এই পেট্রোল পাম্পে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করায় বর্তমানে কিছুটা হলেও সংসারের হাল ফিরেছে বলে জানালেন রুপালী বিশ্বাস। নারী দিবসে এভাবেই বদলাক কর্মঠ নারীদের জীবন। ভরে উঠুক আনন্দে, বন্ধ হোক নারীদের উপর অত্যাচার। তাহলেই প্রকৃত ভাবে সার্থকতা পাবে নারী দিবসের যথার্থতা।
advertisement