সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।গোবরডাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৯৬৩৪। তার মধ্যে পুরুষ রয়েছেন ১৯৬৪১ ও মহিলা ১৯৯৫২জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ৪৮ টি। হাবড়া পুরসভায় মোট ভোটার সংখ্যা ১২২৫০৫। পুরুষ ভোটারের সংখ্যা ৬১৯০২ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬০৫৯৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ১৪৬। অশোকনগর কল্যাণগড় পৌরসভা মোট ভোটার সংখ্যা ১১০১৫৪। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৪৫৯৬ ও মহিলা ভোটার সংখ্যা ৫৫৫৫৪ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ১৪০। বারাসাত পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪০৭৭২। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১১৯৬০৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ১২১১৫১ এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ২৮২। মধ্যমগ্রাম পৌরসভা মোট ভোটার সংখ্যা ১৭১৩১০। তার মধ্যে পুরুষ সংখ্যা ৮৪৪৬৫ ও মহিলা ভোটার সংখ্যা ৮৫৪৫৭ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ২১০।
advertisement