West Bengal Panchayat Election 2023 Voting LIVE Updates : আর কিছু সময় পরেই শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?
যদিও পিসাইডিং অফিসার জানান, ব্যালট পেপারের হিসাব দেওয়া হবে ভোটের দিন সকালে৷ আমরা নিজেদের কাজ করছিলাম। উত্তেজিত লোকজন এসে সেন্ট্রাল ফোর্সের দাবি করে। এরপরই উত্তেজিত মানুষজন ব্যালট পেপার সহ বাক্স এমনকি ভোটের প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু নিয়ে পাশে থাকা পুকুরের জলে ফেলে দেয়। স্থানীয় বিজেপি প্রার্থীদের অভিযোগ, বিকালে ভোট কর্মীরা অটোতে করে আসেন। তারপর রাত বাড়তেই ভোটকেন্দ্রে চারটি স্করপিও গাড়ি আসে বলেও জানান৷
advertisement
আরও পড়ুন: বর্ষাকাল এলেই চুল পড়ে? এই নিয়ম মানলে একটাও চুল ঝরবে না! ঘন চুল পেতে জানুন
এরপরই দেখা যায় কিছু পেপারে সই করছেন ভোট কর্মীরা৷ তখনই স্থানীয় মানুষজন জানতে চাইলে ব্যালট পেপারের টোটাল হিসাব দিতে অস্বীকার করেন ওই বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার৷ আর এর কিছু সময় পরই তৃণমূলের লোকেদের বাজি ফাটাতে দেখা যায় বলেও জানান স্থানীয় মানুষজন। কেন্দ্রীয় বাহিনী না আসলে ভোট নেওয়া যাবে না বলেও দাবি জানান গ্রামবাসীরা। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যালট পেপার ও ব্যালট বক্স উদ্ধার করে পুকুর থেকে। তৃণমূলের অভিযোগ, সিপিএম বিজেপি হেরে যাবে জেনে ব্যালট বাক্স ও ব্যালট পেপার জলে ফেলে দিয়েছে। যদিও গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। আর তার জেরেই সকালে ভোটগ্রহণ শুরু অনিশ্চিত হয়ে পড়েছে
রুদ্র নারায়ণ রায়