হাবড়া পৌরসভার উদ্যোগে এই বিবেক চেতনা গ্রুপের সূচনা করা হয় ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে। পৌরসভার এই উদ্যোগটি সফল করতে, সহযোগিতার হাত বাড়িয়ে দেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া পুরসভার ২৪ টি ওয়ার্ড থেকে ৩০০ জনকে নিয়ে এই গ্রুপ তৈরি করা হয়েছে। নীল–সাদা পোষাকের এই গ্রুপের সদস্যরা এলাকার করোনা আক্রান্ত এবং করোনা থেকে সেরে ওঠা মানুষদের সহযোগিতা করবেন। ওষুধ থেকে খাবার, প্রয়োজন মতো সবই করণায় আক্রান্ত রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এব্যাপারে হাবড়া পুরসভার প্রশাসক নারায়ণচন্দ্র সাহা জানান, 'এই মুহূর্তে হাবড়া পুরসভা এলাকায় ৩০০ করোনা আক্রান্ত পরিবার রয়েছে। তাঁদের প্রয়োজনে তাঁদের বাড়ির দরজায় পৌঁছে যাবেন এই গ্রুপের সদস্যরা।' প্রজাতন্ত্র দিবসের দিন থেকে গ্রুপের সদস্যদের সঙ্গে নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে ফলের ঝুড়ি এবং বিধায়কের শুভাচ্ছা বার্তা পৌঁছে দেন পুর প্রশাসক।
advertisement