#উত্তর ২৪ পরগনা: একজন শিক্ষিকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে চারি পাশে বসে রয়েছে স্কুলের ছাত্রীরা যাদের হাতে রয়েছে গোলাপ ফুল। এরই মাঝে দেখা যায় শিক্ষিকা চশমার কাঁচ এর ভেতরে আঙ্গুল দিয়ে চোখের জল মুছে চলেছেন, তার ছাত্রীরাও অনেকেই একইরকমভাবে কান্নাকাটি করে চলেছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। আর সেই আবেগপূর্ণ ভিডিও ঘিরেই মেতেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষিকার হাতে ভালোবাসার গোলাপ তুলে দিচ্ছে স্কুলের ছাত্রীরা। সাথে জুড়ে দেওয়া হয় একটি জনপ্রিয় হিন্দি গানের লাইনও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া কাটিয়াহাট বিকেপি গার্লস হাইস্কুলের শিক্ষিকা শম্পা ম্যাম কে ঘিরে। তিনি অন্য স্কুলে ট্রানস্ফার নিতেই, স্কুলের ছাত্রীরা ওই শিক্ষিকার প্রতি বিশেষ ভালোবাসা তুলে ধরতেই ভিডিওটি রেকর্ড করে। পরে তা বিভিন্ন গ্রুপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেমন ছিলেন শম্পা ম্যাম, কতটাই বা ভালবাসতেন ছাত্রীদের, এদিন স্কুলে গিয়ে শিক্ষিকা থেকে ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল সে প্রসঙ্গে। ক্যামেরার সামনে কথা না বলতে চাইলেও শিক্ষিকারা সকলেই একমত যে এই স্কুলে ছাত্রীরা শিক্ষিকাদের সঙ্গে যেভাবে মিলেমিশে পড়াশোনা করার সুযোগ পায় তা তাদের পক্ষে ভবিষ্যৎ গঠনে ভীষণভাবে কাজে লাগে। বিগত দিনে এই স্কুলটি থেকেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় নবম এবং দশম স্থান দখল করেছিল দুই ছাত্রী। শুধু পড়াশোনা নয়, তার পাশাপাশি ছাত্রীদের খেলাধুলায় যথেষ্ট নজর দেওয়া হয় এই স্কুলে।