#উত্তর ২৪ পরগনা: নিরাপত্তার খাতিরে এখন প্রায় সব দোকানেই লাগানো থাকে সিসিটিভি ক্যামেরা। আর তাতেই রেকর্ড করা হয় সারাদিনের খরিদ্দার এর আসা-যাওয়া, গতি প্রকৃতি থেকে টাকা-পয়সার লেনদেন। কোন সমস্যায় পড়লেই দোকানদার আগের ঘটে যাওয়া ঘটনা চালিয়ে দেখে নিতে পারেন। অপরদিকে দিন দিন বাড়ছে চুরির ঘটনা। এলাকার বহু মানুষই শিকার হচ্ছেন চোরেদের। এদিন ভরসন্ধ্যায় মছলন্দপুরের রেলগেট এলাকায় মোবাইলের দোকানে ঘটে দুঃসাহসিক চুরি। গোটা চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরাবন্দি হয় যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যায়, মোবাইলের দোকানে ক্রেতা সেজে এসে মোবাইল চুরি করে নিয়ে যায় তারা। দোকানে রাখা তাক থেকে মোবাইল নিয়ে সুকৌশলে হস্তগত করে চোরেরা। সিসিটিভিতে ক্যামেরাবন্দি হয় গোটা ঘটনা। এরপর অভিযুক্ত শুভদীপ মন্ডল ও গণেশ সরদার এর খোঁজ মেলে। জানা যায়, শুভদীপ মন্ডল, কুমড়া গ্রাম পঞ্চায়েতের ছয়ঘড়িয়া পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। গণেশ সরদার, মগ্রা বাজার সংলগ্ন প্রাইমারি স্কুলের কাছে থাকে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এরপরই পাকড়াও করা হয় তাদের। কিভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে তারা, দেখুন...