জমিতে লোহার পাইপের খুঁটির উপরে ও চারিদিকে ২০০ মাইক্রনের পলিথিন দিয়ে তৈরি করা অংশকেই বলা হয় পলি হাউজ। পলিহাউসের ভেতরের তাপমাত্রা ও কৃত্রিম আবহাওয়ার পরিবেশ গড়ে তুলতে নানা ব্যবস্থা রাখা হয়। সেচ ব্যবস্থাও চলে নিয়ন্ত্রিত পদ্ধতিতে। চারা গাছকে সঠিক পরিচর্যা দিতে ব্যবহৃত হয়েছে ডিপ ইরিগেশন তথা বিন্দু সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রয়োজনমাফিক ফোঁটা ফোঁটা জল পড়বে চারা গাছের গোড়ায়, যাতে করে গাছের স্বাস্থ্য উন্নতি ঘটে। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা ব্লকের দুর্লভপুর গ্রামে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর।
advertisement
Location :
First Published :
February 07, 2022 6:35 PM IST