অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের হাত ধরে আলিঙ্গন করে কুশল বিনিময় দু দলের প্রার্থীর। কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে হাসিমুখে কুশল বিনিময়ের বার্তা, মুহুর্তে বদলে দিল উপস্থিত পরিবেশ। সৌজন্যের এমন নজির দেখে আপ্লুত রাজনৈতিক মহলও। প্রচারে বেরিয়েছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য । তবে এলাকায় তিনি গণেশ ভট্টাচার্য নামেই পরিচিত। এলাকার বিভিন্ন অলিতে গলিতে প্রচার করতে করতে তিনি ঢুকে পড়লেন একসময়ের রাজনৈতিক বন্ধু, বর্তমানে তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ সরকারের বাড়িতে। দীর্ঘদিনের দুই বন্ধু সামনাসামনি হতেই তারা জড়িয়ে ধরলেন পরস্পর পরস্পরকে। মেলালেন হাত। কিছু সময়ের জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে এল বন্ধুত্বের সম্পর্ক।
advertisement
বিগত দিনে সিদ্ধার্থ সরকার ছিলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী। ভোটেও দাঁড়িয়েছিলেন তৃণমূলের প্রার্থী হয়ে। এবছর টিকিট না পাওয়ায় তিনি কংগ্রেসে যোগ দিয়ে ১৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এদিন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য ওরফে গণেশ ভট্টাচার্য জানালেন, সিদ্ধার্থ সরকার তার দীর্ঘদিনের বন্ধু। তাই প্রচারে বেরিয়ে যদি কখনও তার নামে কেউ বাজে কথা বলে তবে কষ্ট পাব। একসময়ের রাজনৈতিক বন্ধু গণেশ ভট্টাচার্য ভোটযুদ্ধে প্রতিপক্ষ হলেও সর্বপ্রথমে সে তার বন্ধু এমনটাই জানালেন ১৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী সিদ্ধার্থ সরকার। পুরভোটে যখন প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রার্থীরা, নিজেকে প্রতিষ্ঠা করতে বিরোধী প্রার্থীর নামে বিষোদগার করছেন, তখন ১৪ নম্বর ওয়ার্ডে এই রাজনৈতিক সৌজন্যের ছবিটা কিন্তু নজির গড়ল বাংলার রাজনীতির ময়দানে।