TRENDING:

North 24 Parganas News- সৌজন্যের রাজনীতি অশোকনগরে, বন্ধু কংগ্রেস প্রার্থীর বাড়িতে গিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর

Last Updated:

প্রচারে বেরিয়েছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য। এলাকার বিভিন্ন অলিতে গলিতে প্রচার করতে করতে তিনি ঢুকে পড়লেন একসময়ের রাজনৈতিক বন্ধু, বর্তমানে তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ সরকারের বাড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: তুমি বড় না আমি ? রাজনৈতিক পরিসরে নিজেকে বড় করার যুদ্ধ লেগেই থাকে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে। একপক্ষ অন্যপক্ষকে খাটো করার সুযোগ পেলে তো ছাড়েই না, পারলে প্রতিপক্ষকে ছোট করতে সুযোগ তৈরি করে নিতেও পিছপা হন না অনেক নেতারাই। রাজনীতিতে কী শুধুই চলে প্রতিপক্ষের প্রতি নিন্দার ঝড় ? সবক্ষেত্রে বোধহয় না। রাজনৈতিক সৌজন্যের নজির কী মোটেই নেই ? নিশ্চই আছে। রাজনৈতিক সৌজন্যের সেই নজির এবার দেখা গেল পুরভোটের নির্বাচনী প্রচারে। রাজনৈতিক পরিসরে এমন ছবি খুব একটা দেখা না গেলেও অশোকনগর পুরসভা নির্বাচনে দেখা গেল এমনই ভালো লাগা এক দৃশ্য।
advertisement

অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের হাত ধরে আলিঙ্গন করে কুশল বিনিময় দু দলের প্রার্থীর। কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে হাসিমুখে কুশল বিনিময়ের বার্তা, মুহুর্তে বদলে দিল উপস্থিত পরিবেশ। সৌজন্যের এমন নজির দেখে আপ্লুত রাজনৈতিক মহলও। প্রচারে বেরিয়েছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য । তবে এলাকায় তিনি গণেশ ভট্টাচার্য নামেই পরিচিত। এলাকার বিভিন্ন অলিতে গলিতে প্রচার করতে করতে তিনি ঢুকে পড়লেন একসময়ের রাজনৈতিক বন্ধু, বর্তমানে তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ সরকারের বাড়িতে। দীর্ঘদিনের দুই বন্ধু সামনাসামনি হতেই তারা জড়িয়ে ধরলেন পরস্পর পরস্পরকে। মেলালেন হাত। কিছু সময়ের জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে এল বন্ধুত্বের সম্পর্ক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ নয় 'এই' কালীপুজো! বসিরহাটের ইটিন্ডায় অটুট ৪০০ বছরের রীতি
আরও দেখুন

বিগত দিনে সিদ্ধার্থ সরকার ছিলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী। ভোটেও দাঁড়িয়েছিলেন তৃণমূলের প্রার্থী হয়ে। এবছর টিকিট না পাওয়ায় তিনি কংগ্রেসে যোগ দিয়ে ১৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এদিন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য ওরফে গণেশ ভট্টাচার্য জানালেন, সিদ্ধার্থ সরকার তার দীর্ঘদিনের বন্ধু। তাই প্রচারে বেরিয়ে যদি কখনও তার নামে কেউ বাজে কথা বলে তবে কষ্ট পাব। একসময়ের রাজনৈতিক বন্ধু গণেশ ভট্টাচার্য ভোটযুদ্ধে প্রতিপক্ষ হলেও সর্বপ্রথমে সে তার বন্ধু এমনটাই জানালেন ১৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী সিদ্ধার্থ সরকার। পুরভোটে যখন প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রার্থীরা, নিজেকে প্রতিষ্ঠা করতে বিরোধী প্রার্থীর নামে বিষোদগার করছেন, তখন ১৪ নম্বর ওয়ার্ডে এই রাজনৈতিক সৌজন্যের ছবিটা কিন্তু নজির গড়ল বাংলার রাজনীতির ময়দানে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- সৌজন্যের রাজনীতি অশোকনগরে, বন্ধু কংগ্রেস প্রার্থীর বাড়িতে গিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল