আরও পড়ুন Siliguri News : রাতারাতি কোটিপতি হলেন যুবক, লটারির ১ কোটি টাকা জয় ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা
ইতিমধ্যেই দরপত্রের আহ্বান করা হয়েছে এনকেডিএ তরফ থেকে। 'অপুর সংসার' চলচিত্রের মাধ্যমে ১৯৫৯ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় রুপালী জগতে প্রবেশ করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে। তারপর একে একে ট্রিলজি উপহার দেন এই জুটি। সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই সিটি সেণ্টার টু এর কাছে প্রফেসর শঙ্কু পার্ক তৈরি করেছে এনকেডিএ। এবার তৈরি হবে সৌমিত্র স্মরণে 'অপুর সংসার' পার্ক। জানা গিয়েছে, সৌমিত্র অভিনীত একাধিক ছবির কাট আউট, থ্রি ডি অনিমেশেন, স্টাচু, ছবি প্রভৃতি দিয়ে পার্ক সাজিয়ে তোলা হবে। ইতিমধ্যেই সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।চলতি বছরের শেষেই এই পার্ক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
advertisement
তবে শুধু ছোটদের জন্য নয় বড়দের জন্যও বেশ কয়েকটি পার্ক তৈরি করেছে এনকেডিএ বা নিউটাউন কলকাতা উনয়ন পর্ষদ। সেই পার্কে বিভিন্ন শারীরিক কসরৎ, যোগ ব্যায়াম, হাঁটার পাশাপাশি দাবা, লুডোও খেলতে পারবেন বড়রা। আড্ডা দেওয়ার জায়গাও থাকছে পার্কে। সম্প্রতি এক্টিভিটি পার্ক নামে এমন পার্ক তৈরি হয়েছে নিউটাউনের একশন এরিয়ায় টু বি তে। ইকোপার্ক দুই ও তিন নম্বর গেটের মাঝে পেঁচার মোড় থেকে বেশ খানিকটা উত্তর পূর্বে এগোলে ১৪ ও ১৬ নম্বর ট্যাঙ্কের মাঝে এই পার্ক তৈরি করেছে নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ। সুবিশাল ইকো পার্ক ও ইকো আর্বান ভিলেজ ছাড়াও ছোটদের জন্য আবোল তাবোল পার্ক, প্রফেসর শঙ্কু পার্ক, সোনার কেল্লা উদ্যান, এলিস ইন ওয়ান্ডার ল্যান্ড, বিবেকতীর্থ পার্ক, স্মৃতি বন তৈরি করেছে এনকেডিএ।
আরও পড়ুন তিন মারণ রোগকে জয় বৃদ্ধের! কামাল এম আর বাঙ্গুর হাসপাতালের
এবছর নেতাজী জয়ন্তীতে নেতাজী পার্ক ও জয়হিন্দ পার্ক নামে দুটি পার্ক তৈরি হয়েছিল নিউটাউন ও সেক্টর ফাইভে। এরফলে যেমন নতুন শহর সুন্দর ভাবে সেজে উঠবে ঠিক তেমন ছোটরা সকাল-বিকাল দৌড় ঝাঁপ করতে পারবে, সবুজের মাঝে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে। তিন একর জমির ওপর তৈরি এক্টিভিটি পার্কে ছোটদের জন্য স্লিপ, দোলনা, ঢেঁকি, ছাড়াও একাধিক খেলাধূলার জায়গা থাকছে। এখানে প্রবীণ নাগরিকদের জন্য আড্ডা জোন, ফিশিং ডেক প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে। পার্কের মধ্যেই একটা বড় জলাশয় আছে। তারওপর একটা সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে। যুবক যুবতীদের জন্য ওপেন এয়ার জিম, জগিং ট্রাক আছে। সবমিলিয়ে আট থেকে আশি সকলের মনোরঞ্জনের জন্যই সাজিয়ে তোলা হচ্ছে নিউ টাউন কে।
রুদ্র নারায়ণ রায়