পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের পাশাপাশি পাখিদেরও অনেকাংশেই ভূমিকা আছে এমনটাই মনে করেন পরিবেশবিদরা। সেই জায়গায় দাঁড়িয়ে মোবাইল টাওয়ার সহ তরঙ্গের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পক্ষীকূল। তার ফলেই পরিবেশে নানা ধরনের পাখি প্রায় অবলুপ্তির পথে। শীত কেটে গেলেও তেমনভাবে আগের মতন দেখা মেলেনি পরিযায়ী পাখিদের। পাশাপাশি মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো সহ ক্ষেত ও জমিতে লাগানো জালে আটকে প্রতিদিনই কোন না কোন পাখির জীবনহানির আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই পশুপ্রেমীরা এই ধরনের দুর্ঘটনা থেকে পাখিদের বাঁচাতে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। সমাজের থেকে এভাবে পাখি সহ অন্যান্য প্রাণী হারিয়ে গেলে সামাজিক অবক্ষয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা তৈরি হয়। জীব বৈচিত্রে এদেরও নির্দিষ্ট ভূমিকা আছে এমনটাই জানালেন এলাকার এক সমাজকর্মী। এদিন দমকলের মাধ্যমে এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।
advertisement