আহত ব্যক্তিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আতঙ্কে রয়েছেন গোটা এলাকার মানুষজন। গত কয়েক বছর ধরে সুন্দরবন এলাকায় বেড়েছে বাঘের আক্রমণের সংখ্যা। বাঘে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। লোকালয়ে বাঘ চলে আসার খবর উঠে এসেছে শিরোনামে। বারংবার কেন সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গল থেকে বেরিয়ে আসছে রয়েল বেঙ্গল টাইগার, তা নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে পরিবেশ প্রেমীরা। বনদফতর সূত্রে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যায়।বনদফতরের তরফ থেকে বাঘ শুমারি ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিসংখ্যান সমাপ্ত হলেই সুন্দরবনের বাঘ কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টি সামনে আসবে এবং এরপরই লোকালয়ে চলে আসার বিষয়টি নিয়েও কোনো সুরাহা বের করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।
advertisement
Location :
First Published :
Feb 23, 2022 8:03 PM IST