TRENDING:

North 24 Parganas: পরপর চুরির ঘটনায় গুমা এলাকায় আতঙ্ক

Last Updated:

পরপর চুরির ঘটনায় গুমা এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক, পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: চুরির ঘটনা বেড়েই চলেছে নিত্যদিন। আতঙ্কে ভুগছেন উত্তর 24 পরগনার (North 24 Parganas) গুমা এলাকার মানুষজন। পরপর ঘটছে চুরির ঘটনা।এবার অশোকনগর থানার গুমা কামারপুর রোডের নতুনবাজার এলাকায় একটি সোনার দোকানের (Gold Shop) শাটার ভেঙে দুঃসাহসিক চুরি। দোকানের মালিক জানান, ১১০ গ্রাম সোনা ও সাত কেজির উপর রূপোর গহনা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। দোকানে থাকা সিসিটিভির (CCTV) হার্ডডিক্সও নিয়ে যায় তারা।
ভোররাতে ঘটে চুরির ঘটনা
ভোররাতে ঘটে চুরির ঘটনা
advertisement

দোকানের মালিক আনন্দ পাল জানান, তাঁর বাড়ি দোগাছিয়ায়। এদিন ভোরে দোকানের পাশে থাকা বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাঁর দোকানে বেশ কিছুক্ষণ ধরে আওয়াজ হচ্ছে। তিনি সেই সময় ছিলেন মধ্যমগ্রামে। আসতে সময় লাগবে দেখে তিনি দোকানের সামনের বাড়ির দু'জনকে তাঁর দোকানটি একটু দেখতে বলেন। সেই দু'জন এসে দেখেন দোকানের শাটার খোলা রয়েছে। ভিতরে গিয়ে দেখেন, দোকানে যা ছিল সমস্তটা নিয়েই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোকানের পিছনে একটি ফাঁকা জায়গা থেকে দোকান মালিক সহ স্থানীয়রা উদ্ধার করেন সোনার গহনার খালি বাক্স । চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর এই খবর দেওয়া হয় অশোকনগর থানায়। আনুমানিক প্রায় আট লক্ষ টাকার গহনা খোয়া গিয়েছে বলে দাবি দোকান মালিকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?
আরও দেখুন

এলাকার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। গত কয়েক সপ্তাহ ধরে এই এলাকায় ঘটেছে বেশ কয়েকটি চুরির ঘটনা। গুমা নতুন বাজার , বড় বামুনিয়া কামারপুর রোড এলাকার শেখ আলামিনের মোবাইলের দোকান, আখতার শাহজির জুতোর দোকান সহ ১০ দিনে প্রায় ছয় থেকে সাতটি চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও অবধি কাউকে গ্রেফতার করা যায়নি। বর্তমানে স্থানীয়রা দাবি জানাচ্ছেন পুলিশি টহল এর। কবে ধরা পড়বে দুষ্কৃতীরা, কবে এই আতঙ্কের পরিবেশ থেকে মুক্তি মিলবে এখন সেদিকেই তাকিয়ে গুমা এলাকার বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: পরপর চুরির ঘটনায় গুমা এলাকায় আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল