রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: দিনেদুপুরে নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও দরজা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোদপুরে। সোদপুর ১৫ নম্বর নিলগঞ্জ রোডের নব কৈলাস অ্যাপার্টমেন্টের চারতলায় থাকেন কুন্তল মুখার্জি ও শ্রেয়া রায়। দীর্ঘ ১০ বছর ধরে এই আবাসনেই বসবাস করছেন তারা। এদিন কুন্তল বাবু অফিসে বেরিয়ে যান। অপরদিকে, কুন্তল বাবুর স্ত্রী শ্রেয়া রায় সে সময় গিয়েছিলেন অন্যত্র। অ্যাপার্টমেন্ট দেখভালের জন্য রয়েছে নিরাপত্তাকর্মীও। দিনের আলোতেই দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে সমস্ত কিছু লন্ডভন্ড করে বলে অভিযোগ। প্রায় পনেরো ভরি সোনার গহনা সহ নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। গ্রিলের তালা ভেঙে আলমারি ভেঙ্গে দুষ্কৃতীরা চালায় এই তাণ্ডব। ফিরে এসে গেটের তালা ভাঙ্গা দেখে ঘটনার বিষয়ে টের পান দম্পতি। অবাক কান্ড হল, আবাসনে নিরাপত্তা রক্ষী থাকা সত্বেও কিভাবে দুষ্কৃতীরা এই আবাসনে ঢুকল তা নিয়েই উঠছে প্রশ্ন। আশেপাশের অ্যাপার্টমেন্টের লোক থাকা সত্ত্বেও কেন কেউ টের পেল না, সে বিষয়েও ধন্দ তৈরি হয়েছে। দিনে দুপুরে এরকম ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছে আবাসিকরা। ঘটনার তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ। কারা দিনে দুপুরে এই ঘটনা ঘটলো তা খোঁজার জন্য এলাকার সিসিটিভি ফুটেজেও নজর রাখছে পুলিশ। এর আগেও এলাকায় চুরির ঘটনা ঘটলেও, দিনের আলোতে নিরাপত্তাকর্মীর চোখ এড়িয়ে এভাবে দুঃসাহসিক চুরি আগে ঘটে নি বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা। নিরাপত্তা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।