উত্তর ২৪ পরগনা: প্রতিবছর বারুণী মেলাকে কেন্দ্র করে ভক্ত সমাগম ঘটে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন ঠাকুরবাড়িতে। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর রেলমন্ত্রীর কাছে বনগাঁ থেকে রানাঘাট ডাবল লাইন, ঠাকুরনগর স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্ম সহ উন্নত পরিকাঠামো ও ঠাকুরনগর এলাকায় দুটি সাবওয়ে নির্মাণের আবেদন জানিয়েছিলেন। রেলের তরফ থেকে প্রস্তাবিত প্রকল্পগুলি পরিদর্শন করে অর্থ বরাদ্দের জন্য মূল্য নির্ধারণ করে অর্থ দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে বলে এদিন জানালেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আগামী বাজেট অধিবেশনে এই প্রকল্প গুলির জন্য অর্থ বরাদ্দ হবে, ফলে এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবে রূপ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেও জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন ঠাকুরনগরের নিজের বাসভবনে প্রকল্পগুলি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।